আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতি দেখ খেয়ালী কেমন

বা

প্রকৃতি দেখ খেয়ালী কেমন ফকির আবদুল মালেক প্রিয়তমা সঙ্গিনী বাহুলগ্না। শৃঙারে শৃঙারে কামুক করে তুলেছি, চৈত্রের খরায় বাংলার বিলের জলের মতো লজ্জা তার লাপাত্তা। ক্ষীরের মতো নরম স্পর্শকাতর কর্দমাক্ত জমিনটুকু সদ্য প্রসবিত ডিমের উমের কুমকুম গরম। এখন তার প্রতিটি লোমকুপ ভেঙ্গে যেতে উম্মুখ। আমার সবচেয়ে নিরীহ অঙ্গখানি ইস্পাত কঠিন, বুকে তার অসুরের ব্যঞ্জনা, ধ্বংস প্রবনতায় কালবৈশাখীর রুদ্র ভয়ংকর তুলি হাতে প্রিয়ার তুলতুলে নরমে আঁকে ঝড়ের আলপনা। মহাবিশ্বের সবখানে এই লীলা বহমান। একজন ঝড় তুলে, হায়! ভাঙ্গে অন্যজন। তবু প্রকৃতি দেখো খেয়ালী কেমন ধ্বংসস্তুপে দাঁড়িয়ে গায় সৃষ্টির গান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।