আমাদের কথা খুঁজে নিন

   

পেন ড্রাইভের Hidden এবং Deleted ফাইল Recover করুন খুব সহজেই !!!


আমরা অনেকেই ভাইরাসের ফলে আক্রান্ত পেন ড্রাইভের Hidden ফাইল ওপেন করতে পারি না। কিংবা , পিসিতে অ্যান্টি-ভাইরাস না থাকলে অথবা মেয়াদ শেষ হয়ে গেলে অপরিচিত পেন ড্রাইভ পিসিতে ঢুকাতে ভয় পাই ।
এখন আর ভাইরাসের চিন্তা না করে  খুব সহজেই  পেন ড্রাইভের Hidden এবং Deleted ফাইল Recover করুন । আপনাদের সুবিধার্থে  Hidden ফাইল Recover এবং Deleted ফাইল recover আলাদা করে  বর্ণনা করা হয়েছে--
Hidden ফাইল Recover : কোন সফটওয়্যার ব্যাবহার না করেই  নিচের কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে পেন ড্রাইভের Hidden ফাইল Recover করুন  : ১. প্রথমে নোটপ্যাড ওপেন করুন ২. নোটপ্যাডে লিখুন   attrib-h -r -s *.* ৩. এরপর আপনার পেন ড্রাইভে  UnHide.bat  নামে সেভ করুন । ৪. তারপর আপানার ব্রাউজার ওপেন করুন ৫. ব্রাউজারের অ্যাড্রেস বারে USB পেন ড্রাইভের ড্রাইভ লেটার লিখে Enter চাপুন ( যেমন : আপনার পেন ড্রাইভ যদি F ড্রাইভে থাকে তাহলে F : লিখুন ) ৬. এরপর আপনি আপনার পেন ড্রাইভের সকল ফাইল দেখতে পারবেন এমনকি Hidden ফাইলগুলো সহ ।
Deleted ফাইল recover : তবে Deleted ফাইল Recover করতে আপনাকে সফটওয়্যার ব্যাবহার করতে হবে
আর এ জন্য  DDR- pen drive recovery  সফটওয়্যারটি  ব্যাবহার করতে পারেন ।
সফটওয়্যারটি  এবং Serial Key ডাউনলোড করতে নিচে ক্লিক করুন-
               ডাউনলোড DDR- pen drive recovery  
পোস্টটি পূর্বে  এখানে   প্রকাশিত হয়েছিল।
ধন্যবাদ ।।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।