আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন গ্রুপে রাজশাহী প্রযুক্তি নগর

শামীম আহমেদ স্বপ্ন প্রেমী মানুষ, স্ব্প্ন দেখতে ভালবাসে। ।

ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টিকে আরও বেশি ছড়িয়ে দিতে রাজশাহীকে তথ্যপ্রযুক্তি নগর হিসেবে গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর একটি স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আল মেহেদী হাসান, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা মেরাজুল ফেরদৌস, ডিজিটেকের প্রধান নির্বাহী এ এস এম হাসান, বিডিক্যান ইনফোসিসের প্রধান নির্বাহী মো. আহসান কবীরসহ অনেকে।

মতবিনিময় সভায় রাজশাহীকে একটি তথ্যপ্রযুক্তির নগর হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ বিষয়ে পরামর্শ, যুক্তি ও মন্তব্য সমন্বিত করার জন্য ইন্টারনেটে একটি গ্রুপ খোলা হয়েছে। http://groups.yahoo.com/group/rajshahi_it/ ঠিকানার এ গ্রুপে যোগ দিয়ে মতামত দেওয়া যাবে। আপনি এগিয়ে আসুন বাকিরা ঠিকই আসবে... এভাবেই রাজশাহীই হবে আইটি নগরী।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।