আমাদের কথা খুঁজে নিন

   

ইউরোপের মুসলিম অভিবাসীদের সাম্প্রতিক অবস্থা ও প্রেক্ষাপট এবং ইসলাম/মুসলিম বিষয়ে সাংবাদিক ওরিয়ানা ফালাচি

আস সালাম - আপনার উপর শান্তি বর্ষিত হোক
ইদানিং শেরবিনি হত্যাকান্ডসহ বেশ কিছু ঘটনায় মুসলিম সংখ্যালঘু বিষয়ে ইউরোপের ভাবমূর্তি চ্যালেন্জ্ঞের মুখোমুখি হয়েছে। এ লেখাটিতে ইউরোপের মুসলিম সংখ্যালঘুদের ইমেজ সংকট, বিঘ্নিত নাগরিক অধিকার এবং হুমকিগ্রস্ত জীবনধারাসহ অল্প কিছু বিষয়ে আলোকপাত করছি। স্ট্যাটিসটিকস বক্স: ইউরোপের মুসলিম জনপদ ও ইসলামোফোবিয়া ইউরোপিয়ান মনিটরিং সেন্টার অন রেসিজম এন্ড জেনোফোবিয়ার প্রধান বিট উইন্কলার এর মতে ইউরোপ এখন ইসলামোফোবিয়ায় আক্রান্ত। এদের পরিচালিত বিভিন্ন জরিপে বিষয়টি বেশ উদ্বেগজনকভাবে ফুটে উঠেছে। সংক্ষেপে এসব ইসলামোফোবিক কিছু ফ্যাক্ট নীচে উল্লেখ করা হল।

স্বল্প পরিসরের লেখায় এর পুরো চিত্র দেয়া সম্ভব নয়, তবে নীচের কয়েকটি স্ট্যাটিসটিকস আপনাকে বর্তমান ইউরোপে মুসলিমদের প্রকৃত অবস্থা সম্পর্কে মোটামুটি ধারনা দেবে। (ডাটা কৃতজ্ঞতা: [১], [২], [৩], [৪], [১০], [২৪]) (ছবি কৃতজ্ঞতা: Click This Link ) ১। ইউরোপে বসবাস করে ৫৩ দশমিক ৭ মিলিয়ন মুসলিম। যার মধ্যে ১৫ দশমিক ৯ মিলিয়ন মুসলিম বাস করে ইউরোপিয়ান ইউনিয়নে। ২।

জরিপে অংশগ্রহনকারীদের মধ্যে শতকরা ৫০ ভাগ পশ্চিমা ইউরোপিয়ান স্বীকার করেছেন ইউরোপের মুসলিমদের সন্দেহের চোখে দেখা হয়। সুইডেনের ক্ষেত্রে এই হার শতকরা ৭৫ ভাগ এবং নেদারল্যান্ডস এর ক্ষেত্রে শতকরা ৭২ ভাগ। ৩। জরিপে অংশ নেয়া জার্মানীর ৭৮ ভাগ এবং স্পেনের ৮৩ ভাগ উল্লেখ করেছেন যে মুসলিমদেরকে তারা উগ্র বলেই জানেন। ৪।

২০০২ তে আয়ারল্যান্ডে নেয়া এক জরিপে দেখা যায় মুসলিমদের বেকারত্বের হার শতকরা ১১ ভাগ, যেখানে জাতিগত বেকারত্বের হার মাত্র চার ভাগ। চাকুরীর ক্ষেত্রে বিশেষত মুসলিমরাই বেশী বৈষম্যের স্বীকার হচ্ছে। ৫। ইউরোপের ৫৯% মুসলিম বিশ্বাস করেন মুসলিমদের প্রতি ঘটে যাওয়া বৈষম্যমূলক ঘটনা রিপোর্ট করে আদৌ কোন লাভ হবেনা। অন্যদিকে ৩৮% মুসলিম মনে করেন এসব ইসলামোফোবিক ঘটনা রিপোর্ট করা অর্থহীন কেননা এ ধরনের বৈষম্যমূলক ঘটনা প্রাত্যাহিক জীবনের অংশ হয়ে দাড়িয়েছে।

৬। প্রতি তিন জন মুসলিমের একজন গত এক বছরের মধ্যে বৈষম্যের স্বীকার হয়েছেন। শতকরা ১১ ভাগ মুসলিম রেসিষ্ট অপরাধের স্বীকার হয়েছেন। সবচেয়ে বেশী বৈষম্যের স্বীকার হতে হয় চাকুরী ক্ষেত্রে। চাকুরী খোজায় ১৮ ভাগ বৈষম্যের স্বীকার হয়েছেন, আর চাকুরীতে থাকাকালীন সময়ে বৈষম্যের স্বীকার হয়েছেন ১৩ ভাগ।

প্রায় ৭৯% ভাগ মুসলিম এসব ঘটনাকে রিপোর্ট করেন নি। ৭। ইউনিভার্সিটি অব প্যারিসের ২০০৪ সালের এক স্টাডিতে দেখা যায় সেলস পারসনের জন্য পাওয়া ২৫৮ টি আবেদনের মধ্যে নর্থ আফ্রিকান ব্যাকগ্রাউন্ড কারো ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা অন্যদের থেকে পাচগুন কম। ৮। যদিও আমেরিকা এবং বৃটেনে তুলনামূলকভাবে এন্টিসেমিটিজম কম, তবুও এই দেশ দুটোর প্রতি চারজনের একজন মুসলিমদের প্রতি বিরূপ ভাবাপন্ন।

মুসলিম সংখ্যালঘুরা কেন এসব বৈষম্যকে রিপোর্ট করতে অনিচ্ছুক? এ প্রশ্নের এসেছে বিভিন্ন জবাব: ১। ৫৯% মুসলিম বলেছেন রিপোর্ট করে কোন লাভ নেই। ২। ৩৮% মুসলিম বলেছেন এতো প্রাত্যাহিক জীবনের অংশ। ৩।

৩৩% মুসলিম বলেছেন কি করে রিপোর্ট করব তা জানা নেই। ৪। ২১% মুসলিম বলেছেন যদি উল্টো ফল হয়!! নীচে এই প্রশ্ন ও তার জবাবের চার্ট সংযুক্ত করে দিলাম। (Click This Link) আরো কিছু অভিমত, কথামালা: ইইউএমসি মুসলিমদের প্রতি বৈষম্যের বিষয়ে লিখেছে, "মুসলিমদের প্রতি বৈষম্যের উৎস হচ্ছে ইসলামোফোবিক মানসিকতা, বা ইসলামের প্রতি ঘৃনা। ........।

এত কিছুর পরেও দেখা যায় বৈষম্যের প্রকৃতি, বিস্তৃতি এবং মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘটে যাওয়া ইসলামোফোবিক ঘটনাগুলো খুব কম অংশই রিপোর্টেড হয়েছে। ......। সদস্য রাষ্ট্রদের মুসলিম সংখ্যালঘুদের প্রতি বৈষম্য হীন এবং সমতার নীতি গ্রহন করা উচিত, বিশেষত শিক্ষা, চাকুরী এবং অন্যান্য সামাজিক ক্ষেত্রে। " ইসলামোফোবিয়া এবং এন্টি-সেমিটিজমের সবচেয়ে বড় ঘটনা শেরবিনি হত্যাকান্ড ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে বেশ সমালোচিত হয়েছে। ইউরোপের অনেক মুসলিম এসব ইসলামোফোবিক ঘটনা রিপোর্ট করতে ভয় পান কেননা তাদের সামনে রয়েছে মারওয়া আল শেরবিনির উদাহরন যিনি দেশের আইনী ব্যবস্থার উপরে আস্থা রেখে ঠকেছেন।

তার চেয়ে এরকম বৈষম্যকে ললাট লিখন বলে মেনে নেয়াটাই কর্তব্য বলে ধরে নিয়েছেন মুসলিম কম্যুউনিটির বিরাট অংশ। নেদারল্যান্ডের একজন মুসলিম অধিবাসী এ বিষয়ে লেখেন, "যদিও আমাদের সতীর্থ ইউরোপিয়ানবৃন্দ আমাদেরকে আগুনের মুখে ফেলছেন, তবুও আমি আমার ইউরোপিয়ান পরিচয় নিয়ে গর্বিত এবং আমি ইউরোপিয়ান গনতন্ত্রকে উপভোগ করি। যে গুটিকয়েক মানুষ আমাদের অধিকারকে সমর্থন করেন তাদের জন্য রইল শুভ কামনা। " জার্মানের একজন তরুনী এ বিষয়ে লেখেন, "আমি খুব মর্মাহত এ কারনে যে প্রতিদিনই হিজাবের জন্য আমাকে নিগৃহীত হতে হচ্ছে। আমি আমার হিজাব দিয়ে কাউকে আঘাত করছি না, আমার হিজাব অন্যদের উপরে চাপিয়ে দিচ্ছি না।

কিন্তু একজন মানুষ হিসেবে তা আমি আমার নিজের জন্য পছন্দ করেছি। " একজন অস্ট্রেলিয়ান মুসলিম তরুনী বলেন, "আমরা প্রতিদিনই ইসলামোফোবিক ঘটনার মুখোমুখি হই। কেউ কুকুর নিয়ে রাস্তায় যেতে যেতে আমাদের দিকে তাকিয়ে বলে "এটাক"। " "যে প্রশ্নটি আমি প্রায়ই শুনে থাকি তা হল, কখন তুমি ফিরে যাবে?', একজন মুসলিম ডাচ নারী তার অভিজ্ঞতা বর্ননা করেন। "আমি তো এই রটার্ডামেই জন্মেছি, তাই কোথায় যাব? এ ধরনের প্রশ্ন খুব দুঃখজনক এবং মনে হয় আমি একজন বিদেশী।

" [২৩] ইউরোপের মুসলিম ইমিগ্রেশন প্রসংগে সাংবাদিক ওরিয়ানা ফালাচির দৃষ্টিভংগি: [ছবি: Click This Link ইটালিয়ান সাংবাদিক ওরিয়ানা ফালাচি। আলোচিত, সমালোচিত, নিন্দিত কিংবা নন্দিত। ২০০৫ সালে পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকে চলে যাওয়া এই মানুষটি কখনো মৃত্যুর কথা শুনতে চাইতেন না। তারপরেও মৃত্যু তো নিয়তির এক অমোঘ বিধান। এগারই সেপ্টেম্বরে মুসলিম সন্ত্রাসীদের টুইন টাওয়ারে হামলার পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি "দ্য রেজ এন্ড দ্য প্রাইড" এবং "দ্য ফোর্স অব রিজন" দুটো বই লিখেছিলেন যা সেসময় ছিল বেস্ট সেলার।

ইসলাম এবং মুসলিমদের সমালোচনায় তিনি ছিলেন উচ্চকন্ঠ। এ জন্য তাকে আদালতের ঝামেলাও পোহাতে হয়েছে। ওরিয়ানা ফালাচির ইসলাম/মুসলিম বিষয়ক দৃষ্টিভংগি হয়তবা আমাদেরকে ইউরোপের সামগ্রিক দৃষ্টিভংগি বুঝতে সাহায্য করবে। "আমি মেক্সিকানদের পছন্দ করি না। ", ফালাচি বলেন, "যদি আমার সামনে বন্দুক রেখে জানতে চাওয়া হয় কে বেশী খারাপ - মুসলিম নাকি মেক্সিকান, আমি কিছুটা হতবিহ্বল হব।

তারপরে আমি মুসলিমদের কথাই বলব। " এই ছিল মুসলিমদের প্রসংগে ফালাচির অভিব্যক্তি। [২২] ইউরোপে ক্রম বর্ধমান ইসলাম প্রসারে বিরক্ত হয়ে ফালাচি লিখেছিলেন: "ইউরোপ এখন আর ইউরোপ নেই, তা হয়ে গেছে "ইউরেবিয়া", যেন ইসলামের কলোনী যেখানে ইসলামিক আগ্রাসন শুধু অবয়বের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সংস্কৃতি এবং মানসিকতায় আঘাত হেনেছে। "[১৮] মুসলিমদের প্রসংগে ফালাচি দাবী করেন, "তারা এসব মসজিদ সব জায়গাতেই তৈরী করতে চায়। " সিয়েনার প্রস্তাবিত মসজিদ প্রসংগে তিনি বলেন, "আমি যদি বেচে থাকি, আমি আমার কারারার বন্ধুদের কাছে যাব যারা সবাই এনার্কিস্ট (বা নৈরাজ্যবাদী)।

তাদের সাথে করে আমি এক্সপ্লোসিভ নেব, উড়িয়ে দেব। আমি এই মসজিদ দেখতে চাই না, যা টাসকেনীতে আমার বাড়ীর খুব কাছে। তাদের দেশে তো আমি ক্রশ পড়তে পারিনা, কিংবা বাইবেলও নিতে পারি না। তাই আমি তা উড়িয়ে দেব। " [২২] "ইউরোপে কি কোন মসজিদ থাকতে দেয়া উচিত?", এ প্রশ্নের জবাবে ফালাচি লিখেন: তার কাছে যখন "ইউরোপে কোন মসজিদ থাকতে দেয়া উচিত কিনা" সংক্রান্ত প্রশ্ন গুলো করা হয়, তখন তা বেশ অফেন্সিভ মনে হয়।

কারন এতে করে যেন তাকে ফরাসী বিপ্লবের সেই সব উগ্র বিপ্লবীদের সমকক্ষ মনে করা হচ্ছে যারা যীশু, পবিত্র ভার্জিন এবং সেইন্টসদের মূর্তি ভেংগেছিল। কিংবা বলশেভিক বিপ্লবের বিপ্লবীদের তুল্য করা হয় যারা পাদ্রীদের হত্যা করেছিল এবং চার্চকে ওয়ারহাউস বানিয়েছিল। ফালাচি আরো বলেন, কোন সৎ ব্যক্তি এটা বলতে পারেনা আমার বিশ্বাস সেইসব বিপ্লবীদের সমতুল্য। আমি আমার এক জীবনে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, ধর্মীয় স্বাধীনতা ছিল যাদের মধ্যে অন্যতম। কিন্তু স্বাধীনতার এই সংগ্রাম ইসলামের মত কোন ধর্মের জন্য নয়, যা অন্য ধর্মকে ধ্বংস করতে চায়।

যারা নিজেদের বিশ্বাসকে পুরো গ্রহে চাপিয়ে দিতে চায়। যা গত ১৪০০ বছর ধরে হয়ে আসছে। তাদের হত্যা করে, যারা ভিন্ন ভাবে বাচতে চায়। যা অন্য ধর্মের মত নয়। " [২২] মসজিদের বিষয়ে ফালাচির দৃষ্টিভংগি অনেককেই সম্ভবত প্রভাবিত করেছে।

এর আরেকটি নমুনা দেখা গিয়েছে ইটালীতে ২০০৮ এ। নর্দার্ন লীগ নামের রাজনৈতিক দল "পিগ ডে" উদযাপন করে মসজিদের চত্ত্বরে শুকর চড়িয়ে। নর্দার্ন লীগ এরপরে মসজিদটিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় এবং একটি পার্কের নাম মৃত সাংবাদিক ওরিয়ানা ফালাচির নামে করতে চায়। [৮] "মুসলিমরা ইদুরের মত বংশবৃদ্ধি করে থাকে" - এই ছিল মুসলিমদের প্রতি ফালাচির ক্ষোভের প্রকাশ। এই বাক্য অনুভূতিকে আহত করতে পারে, তবে ওটাই সত্য - দাবী করেন তিনি।

ওরিয়ানা প্রচুর ভক্ত পেয়েছেন তার ইসলাম সমালোচনার জন্যে। "ব্রাভো ওরিয়ানা", একজন বলেন, "তোমার সাহস এবং অহমিকা রয়েছে বেশীর ভাগ ইটালিয়ানের পক্ষে কথা বলার জন্যে যারা তাদের সামাজিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিসর্জন দেয়নি। যদি এসব ইমিগ্রান্টরা আমাদের চিন্তাধারা গ্রহন করতে না পারে তবে তারা কেন ইটালীতে আসবে? আমরা কেন তাদের ঔদ্ধ্যত্ব এবং নাক গলানো সহ্য করব, যারা আমাদের সাথে মিশে যেতে ইচ্ছুক নয় এবং যারা পশ্চিমকে আসলে ঘৃনা করে। আমরা তাদের অতিথি হিসেবে স্বাগত জানাই, কিন্তু সাথে সাথে তারা মালিকের মত আচরন শুরু করে। " আরেকজন ফ্যান লিখেন, "এরকম ট্রাজিক এবং ঐতিহাসিক মুহুর্তে শুধু একটি গলাই উচ্চকিত হয়েছে পশ্চিমাদের জন্যে।

একারনেই আমরা একটি সভ্যতার ক্ষয় দেখতে পাচ্ছি যার মূল্যবোধগুলো তাদের দ্বারাই লংঘিত হচ্ছে যারা তার রক্ষার দায়িত্বে নিয়োজিত। থ্যাক ইউ, ওরিয়ানা। " [২২] ওরিয়ানা ফালাচিকে ইসলাম অবমাননার দায়ে আদালতে নিয়ে যান মুসলিম ইউনিয়ন অব ইটালীর প্রেসিডেন্ট আদেল স্মিথ। ২০০২ সালে ফ্রান্সের একটি গ্রুপ এবং ২০০৩ সালে সুইস একটি গ্রুপ চেষ্টা করে ফালাচির বিরুদ্ধে কোর্টে যাবার জন্য। কিন্তু সেবার ইটালী সে আবেদনে সাড়া দেয় নি।

২০০৫ এ নব্য মুসলিম আদেল শেষ পর্যন্ত সফল হন। আদেল বলেন ফালাচি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ঘৃনার প্রসার ঘটাচ্ছেন - কখনও কখনও প্রকৃত ইতিহাসকে বিকৃত করার মাধ্যমে। "দ্য ফোর্স অব রিজন" বইয়ের আঠারোটি বাক্যকে তিনি উদাহরন হিসেবে টানেন। প্রাথমিক তদন্তে ইটালীর বিচারক আর্মান্ডো গ্রাসো বলেন, "দ্য ফোর্স অব রিজন বইয়ে কিছু কথা আছে যা অবশ্যই ইসলামের জন্য অফেনসিভ। " এবং তিনি ফালাচির বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দেন।

[৭] ফালাচির বইয়ের যে আঠারোটি বিষয়কে আদেল স্মিথ আপত্তিকর দাবী করেছেন তার কয়েকটি ছিল নিম্নরুপ [৫][৬] : ১। প্রশ্নবোধক ঐতিহাসিক বর্ননা: "নবম শতকে ইটালীতে মন্টিক্যাসিনো গীর্জা দখল করার পরে মুসলিম জিহাদী যোদ্ধারা প্রতি রাতে এই গীর্জার বেদীতে একজন করে নানের কুমারীত্ব উপভোগ করত। "- আদেল স্মিথ ফালাচির এই দাবীকে মিথ্যা দাবী করে এর ঐতিহাসিক সত্যতা জানতে চান। ২। প্রশ্নবোধক ঐতিহাসিক বর্ননা: ১৪৫৩ সালে মোহাম্মদের নেতৃত্বে তুর্কীরা কন্সটানটিনোপল দখল করার পরে শিশুদের হত্যা করা হয় - এমনকি তাদের ছোট মাথা দিয়ে আগুন নেভানো হয়।

- ফালাচির এই দাবীর পক্ষেও ঐতিহাসিক সত্যতা জানতে চাওয়া হয়। ৩। বাজে প্রকাশভংগি: মুয়াজ্জিনের জঘন্য বিলাপ........ ৪। বাজে প্রকাশভংগি: ইসলাম একটি পুকুর। জলাবদ্ধ পুকুর।

যে পুকুর বিশুদ্ধ হয় না। যা সহজে দূষিত হয়। যে পুকুর জীবন ভালবাসে না, ভালবাসে মৃত্যু। উপসংহার এবং শেষ কথা: ওরিয়ানা ফালাচি যদি ইসলামকে অপছন্দ করে থাকেন সেটা তার নিজস্ব বিষয়। ইসলাম যেহেতু দ্রুত বর্ধমান ধর্ম, তাই এর বিরুদ্ধে প্রচারনা কোন অস্বাভাবিক বিষয় নয়।

যারা ইসলামের সমর্থক, তাদেরকে এটা তেমন বিচলিত করে না। তারা শুধু দেখতে চান বিরোধিতার ভিতটি আসলে কি এবং তা কতটুকু গুরুত্ব পেতে পারে। মজার বিষয় হল, অপপ্রচারনার কারনে উল্টো মানুষ ইসলাম ধর্মের প্রতি বেশী আকৃষ্ট হয়ে থাকে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে [৯] একজন ধর্মান্তরিত নারী মিসেস ডেভিস বলেন, "আমাকে বলা হচ্ছে সন্তানদের জন্য হলেও ইসলাম ত্যাগ করে ফিরে যেতে। কিন্তু আমি যাব না।

" আমেরিকাতে বর্তমানে ইসলাম সবচাইতে ক্রমবর্ধমান ধর্ম, যার মূল কারন ইমিগ্রেশন, ধর্মান্তর এবং উচ্চ জন্মহার। প্রতি বছর প্রায় ২৫,০০০ মানুষ ইসলাম ধর্ম গ্রহন করে থাকেন। এদের এক তৃতীয়াংশ হচ্ছে আফ্রিকান আমেরিকান। এগারই সেপ্টেম্বরের পরে ইসলাম গ্রহনের হার আরো বেড়েছে। তাই ইসলাম কোন অবস্থাতেই কোন ব্যক্তির আপত্তির কারনে হুমকিগ্রস্ত হয়ে যায় না।

তবে ইসলাম বিরোধী ক্রমাগত প্রচারনা ইসলামোফোবিক ঘটনা বাড়াতে সাহায্য করে থাকে। যা স্বীকার করতেই হবে। আশার কথা হচ্ছে ইসলামোফোবিক এসব ঘটনা সাধারন মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়েছে অনেক বেশী। মুসলিমরা অনুভব করতে শিখেছে তারা ইউরোপেরই অংশ এবং এই ইউরোপের মূল্যবোধেই নিজেদের গড়তে হবে। তাই যখন কোন নারী-অবদমিত দেশের কালচারে অভ্যস্ত ইমিগ্রান্ট ইমাম ইউরোপে এসে অবাধ্য স্ত্রীকে প্রহার করে শাসন করার পক্ষে কথা বলেন, তখন প্রতিবাদ আসে ইউরোপের মুসলিমদের কাছ থেকেই।

নিজের মুসলিম পরিচয়ের পাশাপাশি ইউরোপের জীবনধারা, ব্যক্তি স্বাধীনতা, গনতান্ত্রিক মূল্যবোধের সাথে ধীরে ধীরে একাত্ম হয়ে যাওয়াতেই যে সমাধান নিহিত রয়েছে - তা আজকে ইউরোপের মুসলিমরাও স্বীকার করছে। এই লেখাটি শেষ করার আগে ছোট্ট একটি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের মুসলিম/অমুসলিম সম্প্রদায়কে। হাজারো বিভিন্ন সমস্যা সত্ত্বেও বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল স্বাক্ষর রেখেছে - যার জন্য মুসলিম/অমুসলিম সবাই ধন্যবাদ পেতে পারে। এটা স্বীকার করতেই হচ্ছে, মুসলিমদের সহিষ্ণুতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের দায়িত্বপূর্ন আচরনের ফলেই এই কঠিনতম অর্জনটুকু সম্ভব হয়েছে। [উৎসর্গ: আমার এই ছোট লেখাটি উৎসর্গ করলাম একজন সৎ, সাহসী, প্রতিবাদী এবং দায়িত্ববান নারী মারওয়া আল শেরবিনিকে।

যিনি আর দশজনের মত বৈষম্যকে মেনে নিতে প্রস্তুত ছিলেন না এবং সে আপোষহীনতার পরিচয় দিয়ে একজন ইসলামোফোবকে চ্যালেন্জ্ঞ ছুড়ে দিয়েছিলেন, "আদালতে দাড়িয়ে তুমি প্রমান কর যে আমি একজন টেরোরিস্ট"। তার এই আত্মদান আমাদের মাঝে সততা ও আপোষহীনতার চেতনা হিসেবে চির জাগরূক হয়ে থাকুক। ] মারওয়ার কিছুটা পরিচিতি রয়েছে সন্ধ্যাবাতির একটি পোস্টে: Click This Link এবং সেতু জোহরার আরেক পোস্টে: Click This Link আমি সম্ভবত এই সামহোয়ারেই মারওয়ার সংবাদটি প্রথমে পাই। রেফারেন্স: ১। ইসলামোফোবিয়া এন্ড ইইউ মুসলিমস ইন্টিগ্রেশন, ইসলাম অনলাইন, Click This Link ২।

মুসলিমস ইন ইউরোপিয়ান ইউনিয়ন: ডিসক্রিমিনেশন এন্ড ইসলামোফোবিয়া, ই ইউ এম সি, Click This Link ৩। ডাটা ইন ফোকাস রিপোর্ট ২: মুসলিমস: Click This Link ৪। ইসলামোফোবিয়া ইন ইউরোপ: Click This Link ৫। http://97.74.65.51/readArticle.aspx?ARTID=8334 ৬। Click This Link ৭।

http://news.bbc.co.uk/2/hi/4576663.stm ৮। Islamophobia: Fascist Italians Demolish Verona Mosque: Click This Link ৯। http://www.nytimes.com/2001/10/22/national/22CONV.html ১০। Click This Link ১১। Click This Link ১২।

http://thedailystar.net/story.php?nid=50600 ১৩। http://www.giselle.com/oriana1.html ১৪। Click This Link ১৫। Click This Link ১৬। http://www.answers.com/topic/oriana-fallaci ১৭।

Click This Link ১৮। Click This Link ১৯। Click This Link ২০। Click This Link ২১। Click This Link ২২।

http://www.newyorker.com/archive/2006/06/05/060605fa_fact?currentPage=6#ixzz0cY20N4CN ২৩। Click This Link ২৪। Click This Link
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।