আমাদের কথা খুঁজে নিন

   

আগুনবন্দি

কবিতা

অগ্নি আগুন এমন দাহগাথা শিখেছিলো পিতা প্রথমে পোড়ালো বোন যার মৃত্যু নদীগর্ভে লেখা। তারপর তিনি হাত প্রসারিত করে এই আয়োজন, ভার দিয়ে দিলো মাকে। মা ছিলো ঘুমন্ত ফুল বনে একা দলে দলে সখিগণ করে গান অগ্নি আগুন এমন স্বামী কানাগর্তে যায়। আমি পুত্র। জলবালিকার দেশে থাকি আগুন বলতে শুধু এক বোধিপ্রাপ্ত চোখ নদীপথে জ্বলে যায়। লণ্ঠন নিভিয়ে ঝড় বাদলের দিনে অভিষেক গৃহে যাই পিতা ছিলো আগুনপ্রবণ মাতা সখি প্রার্থনাকারী, আমি জানি মৎস্যজনতার রূপকথা। অভিষেক গৃহের আগুন নারী সেজে যায় বলে আয় আমার বাগানে আয়। বাগানে রয়েছে অগ্নিমাতা মৃত্যুভাণ্ড নিয়ে আমাকে উদরে পুরে জঙ্গলে ঢুকে যায়; জঙ্গলে দহন কার্য রতিক্রিয়ার সমান সাথে শীৎকার গোঙানি পাখি মৃত্যুর সমান ধ্বনি ধ্বনি চাপাধ্বনি বন অরণ্যের নিচে আমি আছি আমি নাই, আমাতে আগুন একাকার। অগ্নি বিশারদ বোঝ আগুন তোমার জন্য রেখে যাবে ছাই। 'পলাশী ও পানিপথ' থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.