আমাদের কথা খুঁজে নিন

   

কোন ব্রাউজার বেশি সুবিধাজনক? তুলনামূলক আলোচনা (ইহা কুন টেকি পোষ্ট নয়)

তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে !
মজিলা ব্রাউজার মজিলা ব্রাউজার একটি ওপেন সোর্স ব্রাউজার এর মানে এর সোর্স কোড যে কেউ ব্যবহার করতে পারবে। এর এডওন(addons) ও নিরাপত্তা এটিকে অনন্য এক ব্রাউজারের মর্যাদা দিয়েছে। ব্লগার, ডেভলাপার,প্রগ্রামার, আসল কথা যারা অগ্রসর ব্যাবহার কারী তাদের কাছে এর বিকল্প নাই। অপেরা ব্রাউজার আমার মতে এটি অনেক ফাষ্ট কাজ করে। এর ব্যাক বাটন সবচাইতে ফাষ্ট কাজ করে।

facebook, download,email checking, chat, online games, এর জন্য অপেরা ব্রাউজার এর বিকল্প আমার জানা নাই। এটি ইউজার নেম পাসওয়ার্ মনে রাখে । যদি আপনি সাবধানতা অবলম্বন না করেন আপনার মূল্যবান একাউন্ট হ্যাক হতে পারে। আর মোবাইলের জন্য অপেরা মিনি বস মাল। Google Chrome: এটি ইদানিং অনেকেই ব্যবহার করে আমার কাছেও খারাপ লাগেনা।

তবে এটির সহজিয়া ভাব আমার কাছে ভাল লাগে। গতি খারাপ না । এর বিপরীতে কিছু অভিযোগ ও আছে অনেকের। যা ই হোক; আপনার প্রিয় ব্রাউজার কোনটি?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।