আমাদের কথা খুঁজে নিন

   

এরা কি ছেলে না মেয়ে।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

অনেক ব্লগার কে দেখি তারা মেয়েদের ছবি এবং নিক নামটা মেয়েদের নাম দিয়ে থাকে। তারা কি আসলে মেয়ে মানুষ নাকি ছেলে মানুষ? জানতে হলে নিছের লেখাটা পড়ুন। অনেকে ব্লগ লেখার সময় শিরোনামে লেখে থাকে ''১৮++"। অথ্যাৎ এখানে বুঝানো হয়েছে যে ১৮ বছরের উপরের ব্লগাররা পড়তে পারবে এবং ১৮ বছররের নিছে ব্লগাররা পড়া নিষেধ। কিন্তু প্রিয় ব্লগাররা আমাদের দেশে বর্তমানে প্রায় মধ্য পরিবার এবং উচ্চ পরিবার সবার ঘরেই কম্পিউটার রয়েছে।

এবং সাথে ইন্টারনেটতো আছেই। যার কারনে ১৪/১৫ বছরের ছেলে মেয়েরাও এখন ইন্টারনেট ব্রাউজ করে থাকে। যার কারনে আমরা যে ১৮++ লেখে থাকি সেটা কি ১৪/১৫ বছরের ছেলে মেয়েরা মানে? কিন্তু না অনেকেই আমার জানা মতে এটা মানে না। তারা সবাই এটা কৌতুহলী ভেবে পড়ে থাকে । হয়তো মাঝে মধ্য ২/১ জন বাদ দিতে পারে।

আমার জানামতে এসব ১৮++ হাবি জাবি পোষ্ট গুলো না লেখলে চলে। আর যদি লিখে থাকেন তাহলে ১৮++ লেখাটা দয়া করে শিরোনামে দিবেন না। অনেক সময় দেখি এসব ১৮++ লেখাগুলো বেশির ভাগ লেখে থাকে মেয়েদের নাম দেওয়া এবং মেয়েদের ছবি দেওয়া ব্লগাররা। এরা কি আসলে মেয়ে নাকি ছেলে। এরা যদি সত্য সত্য মেয়ে হয়ে থাকে, তাহলে তারা কেন এসব বাজে লেখাগুলো লেখে? তাহলে কি আমরা ভাবভো আমরা কলিগ যুগে চলে এসেছি? আর যদি ছেলে হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা মেয়েদের নাম এবং মেয়েদের ছবি না দিয়ে অন্য কিছু দিতে পারেন।

এবং ফালতু ব্লগ লেখবেন না। এসব লেখা ব্লগে মানায় না। তাই সবার প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা চটি নামক ফালতু ব্লগ না লিখে ভালো ভালো পোষ্ট লিখতে চেষ্টা করুন। ব্লগের প্রতি সবাইকে আগ্রহ বাড়ান। উপরে আমার লেখায় কোন ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

আর কোথায় কোথায় ভুল হয়েছে তা আপনারা মন্তব্যে লিখে দিবেন। আমার লেখাটি যদি করো বিপক্ষ হয়ে থাকে তাহলে মাইনাস দিলে মাইন করবো না। ধন্যবাদ সবাই ভালো থাকেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.