আমাদের কথা খুঁজে নিন

   

যখন সময় থমকে দাঁড়ায় আমার চারপাশে

গর্ব করার মত এখন কিছুই চোখে পড়েনা। মাঝে মাঝে মনে হয়, প্রয়োজন আর একটি বিপ্লব

চারিদিক নিস্তব্ধ নিঝুম । বারান্দায় ঠান্ডা বাতাস । একটু দাঁড়ালেই হাত-পা জমে আসে । চোখ দুটি নির্ঘুম ।

শত ক্লান্তি ছাপিয়ে আঙুলগুলো ঝাঁপিয়ে পড়ছে কি-বোর্ডের উপর । সেই খটখট আওয়াজে কারো ঘুম ভাঙছে না তো? নাহ, ঐ তো ওরা ঘুমাচ্ছে পরম আনন্দে, লেপের নিচে । আর আমি? বেরসিকের মত জেগে আছি । তাকিয়ে আছি মনিটরের পর্দায় । ভাগ্গিস নিজের চেহারাটা দেখা যাচ্ছে না ।

দেখা গেলে হয়ত আঁতকে উঠতাম । কিছু সহজ প্রশ্নের উত্তর খুঁজতেই আমার ব্লগে আসা । বোকাদের রাজ্যে আমার বাস। আমিও তাদেরই একজন । আচ্ছা, ভুল বোঝা ,ভুল করা এবং বেশি বোঝা- এগুলো কি এক ? ভুল বোঝার চেয়ে ভুল করা কি খারাপ? নাকি বেশি বোঝা সবচেয়ে খারাপ? নাকি কিছু না বোঝাই ভালো, কোনটা হবে? -- বোকা কম্পিউটারটা এইসব প্রশ্নের উত্তর জানে না ।

বলে কি-না এগুলো নাকি "আনরেকগনাইজগ কমান্ড" ! যত্তোসব, বোকা বাক্সের দল। বিশ্বাস করুন আর নাই বা করুন এইসব প্রশ্নের উত্তর জানা আমার জন্য খুব জরুরি । কারণ, আফটার অল, আমিতো একটু বেশিই বুঝি, তাই আমার ক্যাটাগরিটা খুঁজে বের করা দরকার । আজ তাই বেশি বোঝার মাসুল দিচ্ছি । শেষ কবে ব্লগ লিখেছি তা আমার মনে নেই ।

সম্ভবত ডিসেম্বরে । আজ আবার ফিরে আসা । এটা কি সুখস্মৃতি থেকে ফেরা? উহু, বলব না । এ প্রশ্নের উত্তর দেয়ার ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম । এই বাজে পোস্টটা ধৈর্য সহকারে পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

কোন ভুল-ত্রুটি হলে নিজগুণে ক্ষমা করে দেবেন । আপনার উপর শান্তি বর্ষিত হোক - এ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি । শুভ রাত্রি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।