আমাদের কথা খুঁজে নিন

   

১২ ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়েছে সরকার

ফেইসবুকের কাছে বাংলাদেশের ১২ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছে সরকার। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের মধ্যে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে এ তথ্য চাওয়া হয়েছে। ফেইসবুকের কাছে জানানো 'অনুরোধ' নিয়ে সাইটটির প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ১২ জনের কোনো তথ্যই ফেইসবুকের পক্ষ থেকে সরকারকে দেওয়া হয়নি।

'গ্লোবাল গর্ভনমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট' শিরোনামে মঙ্গলবার ফেসবুকের প্রকাশিত প্রতিবেদনটি সরকারি অনুরোধের তালিকা নিয়ে প্রকাশিত প্রথম প্রতিবেদন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মী এডোয়ার্ড স্নোডেন ফেইসবুক, গুগল, মাইক্রোসফটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যের ওপর সরকারের গভীর নজরদারির বিষয়টি ফাঁস করে দেয়ার পরই এ প্রতিবেদন প্রকাশ করল ফেইসবুক।

প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের ৭১টি দেশের সরকারের পক্ষ ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়ে তাদের কাছে অনুরোধ জানিয়েছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ফেইসবুকের কাছে তথ্য চাওয়া রাষ্ট্রতালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ২০ থেকে ২১ হাজার জনের তথ্য চেয়েছে যার ৭৯ শতাংশ পূরণ করেছে ফেইসবুক। ইউরোপে শীর্ষে রয়েছে জার্মানি।

দেশটি দু'হাজার ৬৮ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছে। এর ৩৭ শতাংশ পূরণ করেছে ফেইসবুক। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি চার হাজার ১৪৪ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছে ভারত। এর ৫০ শতাংশ সরবরাহ করেছে ফেইসবুক।

উল্লেখ্য, ফেইসবুকসহ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দৃঢ় অবস্থান নিয়েছে।

চলতি মাসে তথ্য-প্রযুক্তি আইন সংশোধন করে সর্বোচ্চ সাজা ১০ বছরের বদলে ১৪ বছর করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গ্রেফতারের ক্ষমতা দেয়া হয়েছে পুলিশকে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।