আমাদের কথা খুঁজে নিন

   

নামাজের উনত্রিশটি পুরস্কার



যোমরা ইবনে হাবীব বল্লেন, আমি নামাজ সম্পর্কে নবীপাক (সাঃ) এর নিকটে প্রশ্ন করলে উনি বলেলন। যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহর তরফ থেকে উনত্রিশটি পুরুস্কার তাকে দেওয়া হয়। ১। নামাজ দিনের মধ্যেফরজ একটি কাজ। ২।

নামাজ আল্লাহকে খুশি করার একটি পথ। ৩। নামাজ নবীগনদের পথ। ৪। নামাজ ফেরেস্তাদের সাথে ভালবাসাকে আকর্ষন করে।

৫। হেদায়াত এবং ঈমানের পথ এটাই। ৬। আল্লাহর চেনার একটি আলো। ৭।

রুজিতে বরকত হওয়ার একটি পথ। ৮। নামাজ পড়লে শরীরে আরাম বোধ করে। ৯। নামাজ পড়লে শয়তান অসন্তুষ্ট হয়।

১০। নামাজ আদায় করলে কাফেরদের সাথে বড় ধরনের যুদ্ধকরার ন্যায়। ১১। নামাজ পড়লে মানুষের আমল কবুল হয়। ১২।

নামাজ মোমিনদের আখেরাতের পুঁজিপাটা। ১৩। মালিকুল মওয়ুতের নিকটে শাফয়াত। ১৪। নামাজ কবরের বন্ধু।

১৫। নামাজ কবরের নিচের পাটি। ১৬। নামাজ মুনকির ও নাকিরের উত্তর। ১৭।

নামাজ কেয়ামতের দিন বান্দাদের তাজ স্বরুপ। ১৮। নামাজ মানুষের চেহরাকে উজ্জল করার একটি পথ। ১৯। নামাজ মানুষের শরীরে লেবাস হিসেবে পরিধান করে।

২০। নামাজ জাহান্নামের আগুন হতে পর্দা স্বরুপ। ২১। নামাজ জাহান্নামের আগুন হতে এক ধরনের হুজ্জত ও দলিল স্বরুপ। ২২।

নামাজ জাহান্নাম থেকে পরিত্রান পাওয়ার একটি পথ। ২৩। নামাজ পুলে সেরাত হতে পার হওয়ার একটি উপায়। ২৪। নামাজ জান্নাতের চাবি কাঠি।

২৫। নামাজ এমন একটি আমল তার দ্বারা বেহেস্ত দান করা হয়। ২৬। নামাজ এমন একটি আমল, তার দ্বারা মানুষকে উচ্চ পদমর্যাদা, মাকাম ও দারাজাত দান করা হয়। ২৭।

নামাজ চোখের মণি স্বরুপ। ২৮। নামাজ সমস্ত ইবাদাতের মধ্যে গন্য হয়, যেমন তাসবিহ, তাহলিল, তাকদিস, তাকবির ও আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করার একটি পথ। ২৯। আল্লাহর দরবারে যার নামাজ কবুল হবে প্রত্যেকটি আমল কবুল হবে আর যার নামাজ কবুল হবেনা কোন আমলই গ্রহন যোগ্য হবে না।

নামাজের প্রতি খেয়াল রাখা আবশ্যক, আসেন আমরা নামাজের প্রতি দৃঢ় নজর রাখি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নামাজ পড়ার তোফিক দান করুন আমীন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।