আমাদের কথা খুঁজে নিন

   

গুগলসহ বিদেশী সকল প্রতিষ্ঠানকে চীনের আইন ও ঐতিহ্য মেনে চলতে হবে।



চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, গুগলসহ বিদেশী সকল প্রতিষ্ঠানকে চীনের আইন এবং ঐতিহ্য মেনে চলতে হবে। বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল হ্যাকিং এবং সেন্সর আরোপের কারণে চীন থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে বলে ঘোষণা করার এক সপ্তা পরে এই বক্তব্য দেয়া হলো। গুগলকে চীন থেকে হ্যাক করা হয়েছে বলে প্রশ্ন করা হলে জবাবে এই মুখপাত্র বলেন, চীনের কোম্পানীও হ্যাকের শিকার হয়েছে এবং চীন হ্যাকিংয়ের কঠোর বিরোধিতা করে। তিনি আরো বলেন, চীনের সরকার ইন্টারনেট বিকাশের বিষয়টি উৎসাহিত করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।