আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের গনতন্ত্র কি মরিচিকা নাকি অন্ধ অনুসরণ ?



আমাদের দেশে বর্তমানে প্রধান রাজনীতিক দল দুটি। এদের জন সমর্থন অনেক বেশি। অন্য সবদল মিলেও এদের এক দলের সমান সমর্থন পাবেনা। যেহেতু অন্য কোন রাজনৈতিক দলের বর্তমানে ক্ষমতায় আসার সম্ভাবনা নেই,তাই এই দুই দল নিয়েই লিখলাম। বর্তমান প্রধান দুই দল কখনো এক হয়ে কাজ করার কথা ভাবেনা।

কারণ তখন আর তাদের স্বার্থ সিদ্ধির সুযোগ থাকবেনা। একে অপরের সাথে প্রতিহিংসার রাজনীতিতে লিপ্ত আছে শুধু জনগনকে বোকা বানিয়ে নিজেদের পকেট ভারী করার জন্য। এই দুলের অনেক নেতাই দুর্নীতির দায়ে অভিযুক্ত। কেউ সন্ত্রাসীদের গডফাদার। অথচ আমরা এসব নেতাদেরই সমর্থন দিচ্ছি।

এই কি আমাদের গনতন্ত্র??[si]এই কি আমাদের স্বাধীনতা?আমরা কি মারামারি,প্রতিহিংসা,দুনীতি,দখলবাজি,অন্যের ঘাড়ে দোষ চাপানো এসব রেখে যাবো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য??"এখনই কি সময় নয় সঠিক গনতন্ত্র চর্চার??"[/si]আমরা কি মালেশিয়ার মতো নিজেদের গড়ে তুলতে পারিনা??মালেশিয়ার "মাহাথির মোহাম্মদ" যদি ২০ -২২ বছর ক্ষমতায় থাকতে পারে,তাহলে আমাদের কি উচিত নয় যেকোন নির্বাচিত সরকার কে অন্তত দুই মেয়াদে ক্ষমতায় রাখা;সে যেসরকারই হোক। আমার ধারনা তা হলেই অন্তত কিছুটা উন্নয়ন আমরা সরকারের কাছ থেকে আশা করতে পারি এবং সেই সাথে রাজনৈতিক প্রতিহিংসাও আশা করি অনেক কমে যাবে। সৈকত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।