আমাদের কথা খুঁজে নিন

   

এটা ১৬ই ডিসেম্বরের কথা

তোমার শয্যাশান্ত ঘুম পাথর চাপা খুন বিস্ফোরিত হোক

এটা ২০০৯ সালের ১৬ই ডিসেম্বরের কথা বলছি। ১৬ই ডিসেম্বর সমস্ত ঢাকা সাজে লাল সবুজের মহিমায়। আমিও সেদিন ১৬ই ডিসেম্বর উযযাপনকে আরো কাছের থেকে দেখতে গিয়েছিলাম টি.এস.সি প্রাঙ্গণে । ১৫ই ডিসেম্বর আমার এক বন্ধুকে নিয়ে দুটো পতাকা কিনেছিলাম দুজনে মাথায় বাঁধবো বলে । যদিও পতাকা মাথায় বাধাটা ঠিক না তবুও সবার দেখাদেখি আমরাও বাঁধলাম।

অত:পর ১৬ ডিসেম্বর পতাকা মাথায় বেঁধে সারা দিন ঘুরে ফিরে বাসায় ফিরছিলাম । সাথে আমার ছোট ভাইও ছিল । রিকসায় বসে আছি । পাশ দিয়ে দুটো ছেলে যাচ্ছিল । তাদের একটা মন্তব্য শুনে খুব কষ্ট পেলাম ।

তাদের মন্তব্যটা ছিল "এইডা হইল বিরাঙ্গনা "। বিরাঙ্গনরা আমাদের দেশের অহংকার । কিন্তু মাথায় পতাকা বাঁধায় আমাকে দেয়া হল গালি হিসেবে । বিরাঙ্গনারাও যোদ্ধা । কিন্তু নারী ।

তাই তাদের মূল্যায়ন করা হয় এভাবেই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।