আমাদের কথা খুঁজে নিন

   

সারা উঠোন জুড়ে

আমার ভিতর আরেক আমি

সারা উঠোন জুড়ে কত পায়চারী ধূলো মাখা পথ মনে পড়ে যায় কৈশোর, বৃস্টি। আজো ঝরে যায় ডাকেনা আমায় পুতুল খেলা,মনে পড়ে যায় সেই সব দৃষ্টি- কোথায় তোরা, আয় ফিরে সেই সোনা ঝরা রোদে আরো একবার খেলে যাবো ঘরে। মায়ের বকুনি আদর সন্ধ্যের প্রদীপ জ্বেলে কত হৈ চৈ ফেলৈ, সেই হিমঝরা শীতের সন্ধ্যা মনে পড়ে যায়, যেন আবার যাই ফিরে সবুজ বন ঘাসফুলে মাথা রাখি মায়ের কোলে, কোথা হতে কোন মাসী এসে ঘুম পাড়িয়ে যেত- যেন ফিরে যাই সেই কৈশোর ভালবেসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.