আমাদের কথা খুঁজে নিন

   

পথ ভুলে যাই যদি

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!

আকাশটা নীল কিন্তু শাদা শুভ্র মেঘের সারি, আজকে আমি হারিয়ে যাবো ফিরবোনা আর বাড়ি মাঠের সাথে আকাশ মিশে যেইখানে হয় শেষ ঠিক সেখানেই হারিয়ে যাবো হোক তা অচিন দেশ, দু চোখ খোজে যা খুব সবুজ আজকে আমি ভিষন অবুঝ ইচ্ছে মতো সবুজ নেবো আজকে দু চোখ ভরে সেই সবুজেই মিলিয়ে যাবো ফিরবো না আর ঘরে তোমরা যাকে ঘর বলো তা আমার কাছে বন্দিশালা তোমরা তাতেই সুখ খোজ আর আমার বেলা বাড়ায় জ্বালা, পথেই আমার সুখ, আমায় বরন করতে পথের সুখ থাকে উন্মুখ আমায় ডাকে সন্ধা তারা আমায় ডাকে নদী নাই ক্ষতি আজ ওদের ডাকে পথ ভুলে যাই যদি ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।