আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় অলসতাকে

আকাশ ছুঁব...
প্রিয় অলসতাকে -অদ্বিতীয়া সিমু স্বপ্নগুলো শীতে কেমন যেন কুঁকড়ে আছে! আলোর মুখশ্রী বিবর্ণ , ঘরের বাইরে নতজানু প্রত্যাশীদের দেখে শংকিত আমি। প্রিয় অলসতা, তুমি কোথায়? বড্ড মনে পড়ছে তোমাকে.... মনে পড়ছে নিরুদ্দেশী সুখ , যেখানে কান্নার মেঘ মুক্তো হয়ে ঝরত যেখানে ভাবনাগুলো স্বাধীন দুপুরে ঘুমিয়ে পড়ত নিজের মতন করে যেখানে কষ্টের বিভৎস স্মৃতি চিরে শীতল নদী বইত... অলসতা! তুমি কি শুনতে পাচ্ছ? মিছেই মানুষ চাঁদ দেখে! ইশ্বরের অনুভবের গন্ধ ছড়িয়ে করুণার ভিখ মাঙে। আলনার ঝোলানো সবুজ শেমিজটা ইতর চাহনীতে চেয়ে থাকে, তোষকের নিচ থেকে ছারপোকা বের হয়ে ঘরময় ছুটে চলে, তুমি দেখেছ, অলসতা? আমি একা এখনো স্বপ্ন বুনি তুমি আসবে বলে বলো অলসতা , কেন ইশ্বর এলোমেলো হয়ে যায়? রাত্রির রূপসী বাদুড়রা অর্ধেক ভিখারী সেজে মোড়লের ঘরে দৌঁড়ায়... আমি অবাক তাকিয়ে রই! অলসতা, আমি কি পরাজিত মুখোশধারী প্রত্যাশীদের কাছে! আমি নিঃসঙ্গ অনুভবে তোমাকে ডাকছি.... বিশাল পৃখিবীর উলঙ্গ চিৎকার আমার কানে পৌঁছোয় না.... নগ্ন লাশের উপর আমি চাঁদর বিছিয়ে ঢেকে দেই নগ্নতা... তুমি আসবে বলে... তুমি আসছ অলসতা.....?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.