আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলো না কালের কন্ঠ,,,,, দ্বিধার মধ্যে আছি....

কত দিন পরে দেখা হল ....

গত পোস্টে কালের কন্ঠের উপর নিজের অভিমান ব্যক্ত করার পর আজকে আবার লেখাটা লিখছি..... সেদিন বলেছিলাম কালের কন্ঠ যদি তাদের সরকারের একপেশে তোষামদি বন্ধ না করে তবে ঝেটিয়ে বিদায় করা প্রথম আলোর কাছেই ফেরত যেতে হবে । হয়েছছেও তাই আজকে আবার সেই প্রথম আলোকেই কাছে নিতেই হয়েছে । তবে পত্রিকা পড়ে অন্যদিনের চাইতে বেশী বাজে মনে হয়েছে। বিশেষ করে সিলেটের একটি নিউজ পড়ে মনে হয়েছে উক্ত সাংবাদিক তার নিজের জ্ঞান আর সাংবাদিকতার ইথিকসের সাথে প্রতারণা করতে চইছেন । প্রথম আলোতে এই রকম নিউজটি ছাপার আগে একবার ভাবা উচিত ছিল আসলে এটি কোন নির্দিষ্ট শ্রেনীর পত্রিকা নয় । সমাজের সকল শ্রেনী-প্রশার মানুষই এর পাঠক। সে সময় মনে হয়েছে এর চেয়েতো তাহলে কালের কন্ঠই ভাল ছিল । এখন আসলে সেই দ্বিধার মধ্যেই আছি যে,আগমীকাল আবার হকারকে কালের কন্ঠ দিতে বলবো নাকি এই প্রথম আলোই থাকবে ....


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।