আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের রাজনীতির কিংবদন্তি বিপ্লবী জ্যোতি বসু আর নেই

সত্য সব সময়ই সত্য, তবে আপেক্ষিকতার নিরিখে।

চলে গেলেন ভারতের অন্যতম প্রধান প্রবীণ মার্কসবাদী রাজনীতিক জ্যোতি বসু। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আজ রোববার বাংলাদেশ সময় বেলা ১২ টা ১৮ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৯৫ বছর বয়সী এই রাজনীতিক গত কয়েক সপ্তাহ ধরে এএমআরআই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েক দিনে জ্যোতি বসুর শারীরিক অবস্থার চরম অবণতি ঘটে ও শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলো একে একে অকার্যকর হতে থাকে।

সিপিআইএম এর পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিমান বসু আজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জ্যোতি বসু আর নেই। বুকের সংক্রমণ নিয়ে ১ জানুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হন। এ সময় তিনি নিমোনিয়ায় আক্রান্ত হন। ৬ জানুয়ারি থেকে তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী হিসেবে অভিষিক্ত হয়েছিলেন ১৯৭৭ সালে।

এরপর একটানা ২৩ বছর তিনি দল এবং রাজ্যকে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে বামপন্থীরা পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়ে উঠে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.