আমাদের কথা খুঁজে নিন

   

একুশের কবিতা

একুশ মানে একুশ মানে, বীর বাঙ্গালির রক্তে ভেজা হাত। একুশ মানে, ভাই হারানো বোনের মোনাজাত। একুশ মানে, বাংলা কবির মনে বড় আশা। একুশ মানে, লক্ষ মুখের প্রিয় বাংলা ভাষা। একুশ মানে, তপ্ত পথে মুষ্ঠি বাঁধা হাত।

একুশ মানে, কুচক্রীদের করিয়ে দেওয়া কাত। একুশ মানে, কৃষক যুবার একটু সুখের হাসা। একুশ মানে, বাংলা মায়ের একটু ভালোবাসা। একুশ মানে, ছিন্ন করা ওদের ষড়যন্ত্র। একুশ মানে, স্বাধীনতা ছিনিয়ে আনার মন্ত্র।

একুশ মানে, স্বাধীনতার পদ্য লেখার ভাঁজ। একুশ মানে, স্বাধীনতা ছিনিয়ে আনার কাজ। ২০.০২.১৯৯৭  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।