আমাদের কথা খুঁজে নিন

   

কত টাকা হলে নিজেকে সুখি ভাবা যায়?

স্বপ্নের হাতছানি আমাকে কাছে টানে, যদিও জানি এটা মরিচিকার মত। আমি হৃদয়ের কথা বলিতে ব্যকুল শূধাইলনা কেহ।
বেশ কয়েক দিন থেকে মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটা হল , কত টাকা হলে নিজেকে সুখি ভাবা যায়? আমি এমন অনেক লোককে চিনি তারা নিজেরা রিতিমত কোটি পতি। কিন্তু তারা সুখি নয়।

তাদের মুখে প্রায়ই শুনি , সুখ নাই। কারন , এই ব্যবসায় টাকা খাটাব, টাকা নাই। এটা কিনব কিন্তু টাকা নাই। এমনও লোক দেখেছি যারা রিতিমত লাখপতি। তাদের কথা হল, আরো টাকা হলে সুখি হতে পারতাম।

এই টাকায় কি সুখি হওয়া যায়? তারা সারাদিন টাকার পেছনে ঘোরে। সারা দিন ব্যবসার চিন্তা। একটু খাওয়ার সময়ও নেই। সারাক্ষন চিন্তা কেবলই টাকা। তারা টাকা দিয়ে সুখ কিনতে চায়।

সুখের মূল্য তাহলে কত? এমন লোক দেখেছি , যারা দিন আনে দিন খায়। সকাল থেকে বিকাল পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা ইনকাম করে। বিকালে মুজুরির টাকা হাতে নিয়ে বলে , আলহামদুলিল্লাহ। সন্ধ্যায় চাল ডাল কিনে বাড়িতে চলে যায়। সবার সাথে এক সাথে রাতের খাবার খায়।

খাবার খেতে খেতে পরিবারের সবার সাথে সারাদিনের অভিজ্ঞাতার ভাগা ভাগি করে। প্রান খুলে হাসে , মন ভরে কথা বলে। তাদের কে জিজ্ঞাসা করেছিলাম , আপনি কি নিজেকে সুখি মনে করেন? উত্তরে বল্ল , সুখি কি না , কতি পারি নে , তয় খায়ে পরে ভালোই আছি। তখন আমার মনে প্রশ্ন জাগে , তাহলে সুখ কি? তার দামই বা কত? যত বার নিজেকে প্রশ্ন করি , আমি কি সুখি? আমার মাথা ভার হয়ে আসে । আমি নিজেই বুঝতে পারি না, কি উত্তর দেব।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।