আমাদের কথা খুঁজে নিন

   

তারা কথন

CONNECTION FAILED
তারা দেখতে যাই, আমি তারা দেখে বেড়াই। রাত গভীর হলে, তারা মিটি মিটি জ্বলে। তারা খুঁজে হারাই, হারানো তারা খুঁজে যাই। রাত গভীর হলে, আমি তারা খুঁজে বেড়াই। আকাশের বুকে, কত তারা জাগে।

কোন তারা ছন্নছাড়া, কোনটা পথহারা। খুঁযে না পেয়ে হারানো তারা, হয়ে যাই দিশেহারা। তবু রাত গভীর হলে, আমি তারা খুঁজে বেড়াই। যে রাত আকাশে, ঝোড়ো বাতাসে, অনন্ত কালো মেঘে - তারা যায় ঢেকে, কি যে হয় আমার- এ বুক জুড়ে হাহাকার, সইতে পারি না, যন্ত্রনাহীন যন্ত্রনা। তবু রাত গভীর হলে, আমি তারা খুঁজে বেড়াই।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।