আমাদের কথা খুঁজে নিন

   

কি করি, কোথায় থাকি, ক্যামতে দিন কাটে

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

০ ডিজিটালের কারবার, তাই শূণ্য থাইকা শুরু । প্রথমেই ডিসক্লেইমার । নিম্নোক্ত লেখা, নিতান্তই ডায়েরিগোছের ব্যক্তিগত হাবিজাবি । সমঝদার পাঠক এইসব কাদা সযত্নে এড়িয়ে চলবেন , সেই আশা রাখতেই পারি । ১ অনেক দিন কিছু লেখি না ।

লেখার ভাব যে আসে না তা না । কিন্তু হঠাৎ কৈরা একটা আইলসামি আসে, কাটলে আর ভাব থাকে না । ২ ব্যস্ত ছিলাম অনেক দিন, ব্যস্ততা কাটছে যেও অনেক দিন হৈলো । ব্যস্ততা শুরু হওনেরও অনেক দিন আগে থাইকাই লেখা বন্ধ । নন-প্রোডাক্টিভ টাইম এইরকম আসে যায় ।

খুব বেশি কেয়ার করতাছি না । একসময় টানা কয়েকদিন ব্লগে নিজের অস্তিত্ব জানান না দিতে পারলে, কি জানি একটা নাই কিজানি একটা নাই এইরকম মনে হৈতো । এখন হয় না । আরো কদিন কাটলে সেইটা আবার শুরু হৈতেও পারে । ৩ বই পড়ছি কিছূ ।

শহিদুল জহিরের মুখের দিকে দেখি, মানিক বন্দোপাধ্যায় এর পুতুল নাচের ইতিকথা, ফ্রানয কাফকার গল্পসমগ্র, টুকটাক হাবিজাবি কিছু অর্থনীতির বই । সিনেমা দেখছি অনেকগুলা । ল এবাইডিং সিটিজেন, সিক্রেট উইন্ডো, টিয়ারস অফ দ্য সান, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান(ট্রিলজি), হ্যারি পটার শুরু থেকে সবগুলা । আলুচনা করা যাইতো । লেখার হেডম নাই মনে হৈতাছে ।

৪ নানান নিত্য-নতুন দার্শনিক চিন্তা উথলাইয়া পড়তাছে । ঠিকঠাক মত টুইকা রাখা দরকার । কারণ কয়েকদিনের মাথাতেই আবার ভুইলা যাইতাছি । ৫ ধুর, এতকিছু কৈলাম, কি করতাছি সেইটাইতো কৈলাম না । আছি স্মৃতিময় টোকিওতে ।

২ মাসের জন্য । অত্যন্ত নিরালা একটা ডর্মে । ৬ খুবই কিউট একখান ল্যাপটপ কিনছি । কিবোর্ড চাপতে কষ্ট লাগে । মনে হয় আঙ্গুলের ভারে কিবোর্ড নষ্ট হয়া যাবে ।

৭ যাদের উৎসাহে, আগ্রহে , বন্ধুত্বে ব্লগে থাকা তাদের স্নেহের প্রতি অবিচার করা হৈতাছে, বুঝতাছি । অপরাধ যেহেতু স্বীকার করতাছি, পরিত্রাণের পথে অন্তত একধাপ আগানো আছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।