আমাদের কথা খুঁজে নিন

   

১১ বছরে স্কাইপ

১০ বছর পূর্ণ করল ইন্টারনেটের মাধ্যমে বিনা মূল্যে কথা বলার জনপ্রিয় সেবা স্কাইপ (www.skype.com)। ২০০৩ সালের আগস্ট মাসের শেষের দিকে চালু হয় জনপ্রিয় এ সেবাটি। বিনা মূল্যে ভিডিও কল করা, ভয়েস কল এবং এসএমএস পাঠানোর সুবিধাযুক্ত স্কাইপ যাত্রা শুরুর পর থেকেই ব্যবহারকারীদের কাছে তুমুল জনপ্রিয়। বর্তমানে প্রতিদিন ৩০ কোটি ব্যবহারকারী ২০০ কোটি মিনিট কথা বলেন স্কাইপ ব্যবহারের মাধ্যমে। স্কাইপ টেকনোলজিসের তৈরি স্কাইপ সফটওয়্যারটি ২০১১ সালে বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট ৮৫০ কোটি ডলারের বিনিময়ে অধিগ্রহণ করে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি স্কাইপকে মাইক্রোসফটের উইন্ডোজ ম্যাসেঞ্জারের সঙ্গে যুক্ত করে।
স্কাইপের প্রধান বিপণন কর্মকর্তা এলিসা স্টিলি বলেন, ‘স্কাইপ এমন একটি সফটওয়্যার, যার সাহায্যে ইন্টারনেটের সহায়তায় উচ্চমানের কলসুবিধা পাওয়া যায়, সারা বিশ্বের যেকোনো স্থান থেকে। আর পুরো এ সেবাটি ব্যবহারকারী বিনা মূল্যেই ব্যবহার করতে পারেন। ’ তিনি বলেন, যখন একজন মা দূরে থাকা তাঁর সন্তানের সঙ্গে কথা বলেন, নিজের রান্নাঘর থেকে সে মুহূর্তটি সত্যিই অসাধারণ। এমন সেবাই আমাদের বড় অর্জন।


উইন্ডোজ, উইন্ডোজ ফোন, এক্সবক্স ওয়ান, অ্যাপলের ওএসএক্স, আইওএস, সিমবিয়ান, লিনাক্স, অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি, পিএসপি, পিএসভিটা, ওয়েবওএস এবং পিএস ফোর প্ল্যাটফর্মে স্কাইপ ব্যবহার করা যায়। কম্পিউটারের বাইরে স্মার্টফোনের সাহায্যেই সহজে স্কাইপ ব্যবহার সুবিধা থাকায় সারা বিশ্বেই প্রতিনিয়ত বেড়েই চলছে স্কাইপ ব্যবহার। গত জুন মাস পর্যন্ত এক বছরে মাইক্রোসফট এন্টারটেইনমেন্ট এবং ডিভাইস বিভাগের তথ্য অনুযায়ী তাদের আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪ কোটি আট লাখ ডলার। এক বছর আগে একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৩৮ কোটি ডলার। এ আয়ের অন্যতম বিষয় ছিল গত এক বছর ধরে মাইক্রোসফটের এ বিভাগের সঙ্গে যুক্ত রয়েছে স্কাইপ সেবা।

—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।