আমাদের কথা খুঁজে নিন

   

৩ মাস মেয়াদে আমানতের অনুমতি চায় এনবিএফআই

রোববার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠকে এনবিএফআইয়ের পক্ষে এসব সুযোগের প্রস্তাব করেন বাংলাদেশ লিজিং এন্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) সভাপতি আসাদ খান।
পরে আসাদ সাংবাদিকদের বলেন, “বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো সর্বনিম্ন ছয় মাসের জন্য আমানত নিতে পারে। এ মেয়াদ তিনি মাস করার প্রস্তাব দেওয়া হয়েছে। ”
তিনি জানান, পুঁজিবাজারে নিজেদের অনেক টাকা আটকে থাকায় এসব আর্থিক প্রতিষ্ঠানকে উচ্চ সুদে ব্যাংক থেকে ঋণ করে ব্যবসা চালাতে হচ্ছে। ফলে ব্যবসায় টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়েছে।


“স্বল্প মেয়াদে আমানত সংগ্রহ করার সুযোগ পেলে এ সংকট কাটিয়ে উঠা সম্ভব,” যোগ করেন আসাদ।
এছাড়াও আগামী নয় মাস পুঁজিবাজারে বিনিয়োগের লোকসানের বিপরীতে প্রভিশন ছাড় দেয়ার প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।
এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের প্রস্তাব আলোচনার মাধ্যমে বিবেচনার করা যেতে পারে।
এসব প্রস্তাব এখনই মেনে নেয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, “তাছাড়া তাদের কয়েটি প্রস্তাবের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করতে হবে। ”
গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।