আমাদের কথা খুঁজে নিন

   

দু'আ চাই সকলের কাছে।

যেখানে দেখিবে বিদ্যুৎ, থাকিও উহা হইতে শতহস্ত দূর। কাছে আসিলে খাইলেও খাইতে পার অমূল্য বৈদ্যুতিক আঘাত! কাজেই সাবধান!
সবাই আমার জন্য পেট ভৈরা দু'আ কৈরেন। আমি কয়েকদিন আগে নিরাপদ বল্গার হৈচি। কিন্তু সামুর প্রথা অনুসারে দু'আ চাইয়া পুষ্ট দিতে ভুইল্যা গেচিলাম। আমারে পেট ভৈরা দু'আ করেন সবাই।

সবাইরে ধন্যবাদ। ভালু থাকবেন সবাই। +++++++++++++++++++++++++++++++++++++++++++++ বিঃদ্রঃ সবাই বাঁশের মানে বুঝলে ভালো। যদি না বুঝেন, তাইলে আগেই কৈয়া রাখি। আমি কিন্তু বাঁশ দেখাইয়া দু'আ চাইতেছি না।

এই বাঁশ দেওয়া এবং দু'আ(!) চাওয়া হৈছে কয়েকজনের কাছে। যারা নতুন নতুন "ইয়ে"দের ফটুকওলা "নিরাপদ হৈছি দু'আ খাইয়া পেট ভরামু" জাতীয় পুষ্টে কমেন্টাইয়া ভৈরা ফেলেন। ঘটনা একটু ভাবতে হৈবেক। এই আরকি!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।