আমাদের কথা খুঁজে নিন

   

''ও মা গো'' এবং ''বাঁচাও''...!!!

গান বাঁধার চেষ্টা করি আর ঘুরে বেড়াই... অনেক বেশি রাইগা মাইগা কাউরে ফাপর মারতে গেলে একদুইটা গালি ইংলিশে দিয়া ফেলি...আসলে কন্ট্রোল থাকেনা... অতি ভাব নিয়া কিছু কইতে গেলে অথবা মাঝে মইধ্যে অভ্যাস নাই বলিয়া বাংলাতেই কিঞ্চিৎ আউলা লাইগা যায় আর কি । ওইটা তেমন কিছুনা । আর অনেক সময় তো প্রয়োজনেই কইতে হয়... কিন্তু এখনো মনের ভেতরে ঠিকমত ধাক্কা খাইলে কলিজার ভেতর থাইকা আওয়াজ বের হয় ''ও মা গো''... জান বাঁচাইতে দৌড়ের উপরে থাকলে Help Me না কইয়া গলা ফাটায়ে চিক্কুর দেয় ''বাঁচাও''...!!! (বাংলা মুভি এবং বাস্তব জীবনেও বটে) মাতৃভাষার সাথে অন্য কোন ভাষার তুলনা করার অবকাশ কখনো ছিলনা আর হবেও না কোনদিন । শুধু নিজের ভেতরটাকে বোঝাতে এবং জানাতে হবে ভালো আসলে কি করে বাসে। তাহলেই মানুষের সহজাত ভালোবাসা থেকেই সে জানতে চাইবে বুঝতে চাইবে ।

সবচেয়ে জরুরী যেটা সেটা হল উপলব্ধি করবে । এই দেশ এই ভাষা তার জন্য কি ? তার জন্য কতটুকু ? এটা মুখস্থ করার বিষয় নয় । অনেক গিলেছি কিন্তু আমাদের হজমের সমস্যাটা থেকেই যাচ্ছে । সব বিষয়ে সব ভাবে সবাইকে জাগানোর জন্য অনেকদিন তো শরীর ধরে ধাক্কাইলাম আমরা । সব ধাক্কাধাক্কি পাক্কাপাক্কি ভাবে বিফলের দিকেই গড়াচ্ছে ।

আসুন কিছুদিন আমরা মন ধইরা ধাক্কাই । এর আগে অবশ্যই শিখে নিতে হবে, এই চিকিৎসার মুল মন্ত্র,তন্ত্র এবং যন্ত্র কিন্তু একজন মানুষ,একজন বাঙালীর প্রতি মমত্ববোধ,সম্মান,সহানুভূতি এবং ভালোবাসা । এগুলো দিয়ে ঠিকমত নাড়াচাড়া দেয়া গেলে কাজ হয় এবং হবে । ধাক্কা জায়গামত লাগলে ভাষা,দেশ, মানবতা,বিবেক (নায়ক বিবেক ওবেরয় নয়) এমন কি দায়িত্ববোধের মত ঘুম পাপীর ঘুমও ভাঙ্গে । ভাঙ্গতে বাধ্য ।

আমি অন্তত আল্লাহ তায়ালার নামে এই ব্যাপারে পূর্ণ বিশ্বাস রাখি । মনের ভেতর কোনায় কানায় লেগে থাকা ভালোবাসা টানাটানি করে বের করে আনলে অনেক কানাকানি এমনি কমে যাবে । সবচেয়ে সহজ বাংলা কথা হইল- ''বাঙালীর জন্য বাংলা ভাষা এবং বাংলাদেশের চেয়ে বড় সাইজের ''ভালোবাসা'' বা ''ভালো ভাষা'' আর নাই'' আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদকে স্মরণ করি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসায় । আর সবশেষে সব বাঙালীরে কইসসা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছে দিলাম...। ।

। । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।