আমাদের কথা খুঁজে নিন

   

বহুত নছিহত করছেন গত ৪২ বছর ধইরা। এইবার আমাগো ভালো আমাগোরে বুঝতে দেন।

ব্রিটেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যারোনেস সাইদা ওয়ার্সি বলেছেন, “শাহবাগের গণজাগরণ চত্বরে চলমান আন্দোলন যদি ফাঁসির দাবিতে হয়, তবে তাতে ব্রিটেনের সমর্থন নেই। কারণ ব্রিটেন মৃত্যুদণ্ডের বিপক্ষে। ” বুধবার বিকেলে রাজধানীতে ব্রিটিশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে মঙ্গলবার জামায়াতকে নিষিদ্ধ করা সম্পর্কে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “নিষিদ্ধ করে নয়, আদর্শিকভাবে দলটিকে মোকাবিলা করতে হবে। ” বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে ব্যারোনেস ওয়ার্সি বলেন মৃত্যুদণ্ডের বিপক্ষে ব্রিটেন সারা বিশ্বে প্রচার চালিয়ে যাচ্ছে।

ফাঁসির মত মাত্র একটি ইস্যু নিয়ে আন্দোলন না করে শাহবাগে বিস্তারিত আরো অনেক ইস্যুও সামনে আনা যেত বলে মন্তব্য করেন তিনি। জামায়াতকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে সে সম্পর্কে তিনি বলেন, ‘কোন গণতান্ত্রিক দেশে কাউকে নিষিদ্ধ করার পক্ষপাতী নই আমি। আপনি যদি কাউকে অপছন্দ করেন তাহলে ব্যালটের মাধ্যমেই তার জবাব দেওয়া উচিৎ। '' সূত্র : বিডি নিউজ। এই জ্ঞানী আপার নছিহত থেইকা আমাগো জ্ঞানী ব্লগাররা কি শিখলেন জানতে মন চাইতাছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।