আমাদের কথা খুঁজে নিন

   

আয় ফিরে

আমার ভিতর আরেক আমি

আয় ফিরে মেঘ বৃষ্টি রোদ্দুর আয় ফিরে কৈশোর, ফিরে আয় হিজল ফুল বন-বনানী আর প্রজাপতি দোল, ভেসে যাওয়া সব স্বপ্ন সুনীল আদরে মাথা রাখা মায়ের কোল। তবু ফিরে আয় ঘাস-কুয়াশা শিশিরে ভেজা পা দু'খানি মক্তব আর পাঠশালা পথে ফিরে আয় তবু জোয়ার পানি। কতদিন, কতদিনের পরে পুরনো সব কথার ভিড়ে আনবো টেনে নতুন করে যাবো হারিয়ে আবার কৈশোরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।