আমাদের কথা খুঁজে নিন

   

ভাবলে ভাবুন আমি দেশদ্রহী/রাজাকার..........

জীবন একটা বাঁশ ঝাড়........খালি মুথা আর মুথা..... আমি আজ শহীদ মিনারে ফুল দিতে যায়নি। আমি ছা-পোষা সাধারন মানুষ কোন দল বুঝি না । কুষ্টিয়া আসার পর থেকে দেখতাম কুষ্টিয়া সরকারী কলেজ শহীদ মিনারটি কুষ্টিয়া শহরের কেন্দ্রীয় শহীদ মিনার হিসাবে। হঠাৎ গত বছর থেকে নতুন আর একটি তৈরী করা হল ডি.সি কোর্ট এর সামনে। সরকারী ভাবে গত বছর থেকেই ওখানে পালন করা শুরু হল শহীদ দিবস। তখন থেকেই আওয়ামীলিগ ঘরানা যায় ডি.সি কোর্ট এর বি.এন.পি ঘরানা যায় কুষ্টিয়া সরকারী কলেজ শহীদ মিনারটিতে।আমি বুঝিনা আমি কোথায় যাব............ পুরাতন কে আকড়ে থাকবো না নতুনকে বেছে নেব। মনে হয় যেদিকে যাব সেই দলের হয়ে যাব তার থেকে এই ভাল না যাওয়া........ তারচেয়ে এই ভাল ঘরে বসে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি। সারা বছর তোমাদের ভুলে থাকি .......... শুধু একদিন এর জন্য মনেকরি আবার ভুলে যাই........... শুধু পড়ে থাকে যেই লাউ সেই কদু...............শুধু একদিনের জন্য বাঙ্গালী সাজি..........আর একদিন তোমাদের স্মরন করি.........সারা বছর কেউ খোঁজ নিইনা শুধু একদিন................ভা্বতে কষ্ট হয় এই একদিন মনে করার জন্য তোমরা নিজেদের জীবন দিয়েছ..............তবুও ভালথেক ওপারে......মহান স্রষ্ঠা তোমাদের ভাল রাখুন .......শুধু এতটুকু চাইবার আছে.......এর বেশিকিছু নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.