আমাদের কথা খুঁজে নিন

   

"কাঁদতে এসেছি"


আজ আমি কবিতা লিখতে আসিনি মনের আনন্দে খুব করে কাঁদতে এসেছি শুনেছি চোখের জল নাকি নোনা অনেক কেঁদেছি,কিন্তু সেই স্বাদ নেয়া হয়নি হৃদয়ের অশ্রুগুলো সব হৃদয়ে শুকায় জমাট বেঁধে বেদনার পান্ডুলিপি তৈরী করে কিন্তু চোখের জলে কোন কষ্ট থাকেনা থাকে ভালবাসতে পারার সুনিপুণ ক্ষমতা তাই,সকল দুঃখ মাটিচাপা দিয়ে মনের আনন্দে আমি কাঁদতে এসেছি কেউ কাঁদে নীরবতায়,কেউ কাঁদে মুখ লুকিয়ে কেউ কাঁদে মায়ের কোলে,কেউবা অঝোরে আমিও কাঁদতে চাই,চিৎকার করে কাঁদতে চাই যেন কান্নার তীব্রতা থাকে,অশ্রু মুখে গড়িয়ে পড়ে টপাটপ গড়িয়ে পড়বে অশ্রুধারা,আমি থাকব ঠায় দাঁড়িয়ে কাউকে মুছতে দিবনা,দেখবে-জ়ানবে শুধু অন্তর্যামী আমি আনন্দের স্বাদ নিব,ভালবাসার স্বাদ নিব আর নিব নোনা জলের স্বাদ,যার জন্য কাঁদতে এসেছি
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.