আমাদের কথা খুঁজে নিন

   

দুই সিমের হ্যান্ডসেট আনছে নকিয়া

বিকল্প গণমাধ্যম দীর্ঘজীবি হোক!

নকিয়া বাজারে আনছে একাধিক সিম ব্যবহারে সক্ষম হ্যান্ডসেট। দক্ষিণ এশিয়ার গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে নকিয়া এই হ্যান্ডসেট তৈরি করছে। নতুন এই পরিকল্পনার কথা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন নকিয়া ইন্ডিয়ার গণমাধ্যম ও অনলাইন মার্কেটিং প্রধান ভিরাল ওজা। তিনি বলেন, 'আমরা একাধিক সিম ব্যবহারের জন্য হ্যান্ডসেট তৈরি করছি। ' এ বছরের মধ্যভাগে বাজারে আসবে এ মোবাইল ফোন সেট।

তবে এ মোবাইল ফোন সেটের মূল্য ও ফিচার সম্বন্ধে কিছু বলেননি ভিরাল। গ্রাহকদের মতামত ও চাহিদার ভিত্তিতে এ ফোন সেট তৈরি করা হবে। ক্রমবর্ধমান দক্ষিণ এশিয়ার মোবাইল ফোন বাজারে গ্রাহকরা একাধিক সিম ব্যবহারে অভ্যস্ত। তাই একাধিক সিম ব্যবহার সুবিধাসম্পন্ন হ্যান্ডসেটের রয়েছে ব্যাপক চাহিদা। ভারতে ১০০ মিলিয়ন মোবাইল ফোন ব্যবহারকারী বর্তমানে একাধিক সিম ব্যবহার করছেন।

এ সংখ্যা ক্রমেই আরো বাড়ছে। দক্ষিণ এশিয়ার এ বিশাল মোবাইল ফোন বাজার ধরতেই এ হ্যান্ডসেট তৈরির উদ্যোগ নিয়েছে নকিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।