আমাদের কথা খুঁজে নিন

   

আমি কিছুই বলিনি, রাজীব হত্যায় স্লোগানকন্যা লাকীকে জিজ্ঞাসাবাদ !

রাজীব হত্যায় স্লোগানকন্যা লাকীকে জিজ্ঞাসাবাদ নিজস্ব প্রতিবেদক,নতুন বার্তা ডটকম ব্লগার রাজীব হায়দার শোভন হত্যার বিষয়ে শাহবাগ স্কয়ায়ের আলোচিত শ্লোগান কন্যা লাকী আক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মামলার তদন্তের সার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। মামলাটি অত্যন্ত স্পর্শকাতর হবার কারণে তদন্ত কর্মকর্তা ও মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও এ বিষয়ে মুখ খুলছেন না। তবে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার লাকী আক্তারকে তার বাবার সাথে ডিবি অফিস থেকে নিয়ে বের হওয়ার সময় ডিবি পুলিশের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও তাকে ভালভাবে চেনেন এমন অনেকেই দেখেছেন। লাকী আক্তারকে কি জিজ্ঞাসা করা হয়েছে এ বিষয়টি লাকী কাউকে বলেননি।

তবে তাকে চিন্তিত দেখাচ্ছে বলে সূত্র জানিয়েছে। এদিকে লাকী আক্তারকে রাজীব হায়দার হত্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার বিষয়টি নিয়ে তার পরিবার ও আত্মীয়দের মধ্যে কিছুটা ভীতির সৃষ্টি হয়েছে বলে লাকীর ঘনিষ্ট এক সূত্র জানিয়েছে। কেননা, লাকী এবং তার পরিবার পুলিশী ঝামেলা এড়ানোর বিষয় নিয়ে দারুণ দুঃশ্চিন্তায় পড়েছেন। যদিও রাজীব হত্যার সঙ্গে লাকীর কোনো রকম সম্পৃক্ততা নেই। রাজীবের চুল ও রক্তের ডিএনএ পরীক্ষা হচ্ছে: এদিকে ব্লগার রাজীব হায়দার শোভন নিহত হওয়ার পর তার ডান হাতে পাওয়া চুল ও ল্যাপটপে লেগে থাকা রক্তের ডিএনএ পরীক্ষা হবে বলে জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাঈনুল ইসলাম বুধবার তা পরীক্ষার জন্য অনুমতি পেয়েছেন। বুধবারই ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তদন্ত কর্মকর্তা রাজীবের রক্ত ও চুলের ডিএনএ পরীক্ষার জন্য অনুমতি প্রার্থনা করলে ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহা তা পরীক্ষার অনুমতি দেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ডান হাতে পাওয়া চুল ও ল্যাপটপে লেগে থাকা রক্তের ডিএনএ পরীক্ষা করা প্রয়োজন উল্লেখ করে তদন্ত কর্মকর্তা আবেদন করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের ফরেনসিক শাখার প্রধানকে ওই চুল ও রক্তের ডিএনএ পরীক্ষার পর তা তদন্ত কর্মকর্তাকে সরবরাহের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গেছে, ওই চুল ও রক্তের ডিএনএ পরীক্ষার পর এই ঘটনায় গ্রেফতারকৃতদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে হত্যাকারী সনাক্ত করার চেষ্টা করা হবে।

গত ১৫ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে রাজীবের মরদেহ তার বাসার কাছের একটি রাস্তা থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় তার ডান হাতের মধ্যে কিছু চুল ও পাশে পড়ে থাকা ল্যাপটপে রক্ত লেগে ছিল। ব্লগার রাজীব হায়দার সামহয়ারইন ব্লগে ‘থাবা বাবা’নামে লিখতেন। তার বিরুদ্ধে মহানবী হযরত মোহাম্মদকে (স.) কটাক্ষ করে ব্লগে নানা উক্তি করার অভিযোগ রয়েছে। এ কারণে তিনি খুন হয়েছেন কি-না গোয়েন্দারা সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে।

View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.