আমাদের কথা খুঁজে নিন

   

ছেলে এবং মেয়ের মধ্যে কতিপয় লক্ষনীয় পার্থক্যঃ-

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

মেয়েঃ ১। মেয়ের ইংরেজী প্রতিশব্দ GIRL. ছেলেঃ ১। ছেলের ইংরেজ়ী প্রতিশব্দ BOY. মেয়েঃ ২। সমগ্র মেয়ে জাতীকে একত্রে স্ত্রী জাতী বা মায়ের জাতী বলা হয়।

ছেলেঃ ২। কিন্তু সমগ্র ছেলে জাতীকে একত্রে স্বামী বা বাবা জাতী বলা হয় না। মেয়েঃ ৩। এরা সর্বক্ষেত্রে কিছুটা বেশী সুবিধা ভোগ করে থাকে। অর্থাৎ এরা সুবিধাভোগী।

ছেলেঃ ৩। এরা চাইলেও সুবিধা ভোগ করতে পারেনা। অনিচ্ছা স্বত্বেয় এরা সুবিধাত্যাগী। মেয়েঃ ৪। অন্যান্য সব দিক পুরুষের সমান সমান দাবি করলেও প্রেমের ক্ষেত্রে এরা ৫ ধাপ এগিয়ে।

ছেলেঃ ৪। প্রেমের ক্ষেত্রে এরা বড্ড অসহায়। মেয়েঃ ৫। এরা প্রেমে ফেলে এবং ছ্যাকা দেয়। ছেলেঃ ৫।

এরা প্রেমে পড়ে এবং ছ্যাকা খায়। মেয়েঃ ৬। এরা মোবাইলে মিসকল দেয়। ছেলেঃ ৬। এরা ব্যাককল মানে কল ব্যাক করে।

মেয়েঃ ৭। এরা প্রেম করে চেহাড়া দেখে আর বিয়ে করে টাকা দেখে। ছেলেঃ ৭। প্রেমের ক্ষেত্রে এদের কোন বাছবিচার নাই। শুধু মাত্র ভুদাই পোলাগো বিয়ার ধান্দা থাকে।

যেমনঃ আমি। মেয়েঃ ৮। এরা প্রেমের প্রস্তাব পায় এবং নিজেকে অনেক গর্ভবতী মনে করে। ছেলেঃ ৮। এরা প্রেমের প্রস্তাব দেয় এবং নিজেকে অনেক সাহসী মনে করে।

মেয়েঃ ৯। এরা প্রেম করে নিজের ইচ্ছায় এবং বিয়ে করে বাবা মা’র ইচ্ছায়। ছেলেঃ ৯। নিজের পছন্দের মানুষ্ কে না পেয়ে এরা হয় কবি/সাহিত্যিক কিংবা হিরুইঞ্চি। মেয়েঃ ১০।

মেয়েরা হচ্ছে গিরগিটি প্রজাতি। সহজে এদের বোঝা যায় না। ছেলেঃ ১০। এদের বোঝার মত কিছু নাই। মেয়েঃ ১১।

এরা রাগ করলে হয় অভিমান। ছেলেঃ ১১। এরা রাগ করলে হয় ঢং। মেয়েঃ ১২। ছেলেরা মেয়েদের দিকে তাকিয়ে থাকলে তারা ভাবে তাকে খুব সুইট লাগছে।

ছেলেঃ ১২। আর মেয়েরা ছেলেদের দিকে তাকিয়ে থাকলে তাদের অবস্থা হয় শোচনীয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.