আমাদের কথা খুঁজে নিন

   

"চা-দে-বোগরে" -এর উপকারিতা-অপকারিতা

জীবনটাই কেটে যায় অনুসন্ধানে !!

বন্ধুরা, আগেই বলে নিচ্ছি, এটি কোন বিজ্ঞাপণ না। আমি নিজে এটি সেবন করতে ইচ্ছুক। কিন্তু তার আগে ইন্টারনেট ঘেটে যেই তথ্য গুলো পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের মধ্যে যারা এই পন্যটি সম্পর্কে অবগত তাদের মতামত একান্ত কাম্য। অতিরিক্ত ওজন কমাবার জন্য বাজারে অনেক ধরনের ঔষধ কিংবা পানীয়রূপে সেবনযোগ্য পণ্য পাওয়া যায়।

চা-দে-বোগরে তার মধ্যে একটি। এটি ক্যাপসূল (এনজয়-স্লিম-ডাউন) এবং চায়ের মত গুড়া (পোরাংগাবা চা) এই দুই পণ্য হিসেবে বাজারে পাওয়া যাচ্ছে। এটি একটি হারবাল পণ্য। ব্রাজিলের এক ধরনের হার্ব জাতীয় গাছের পাতা থেকে এটি প্রস্তুত করা হয়। পত্র পত্রিকায় এই পণ্যের অনেক বিজ্ঞাপণ পাওয়া যাচ্ছে।

নিম্নোক্ত সুবিধাগুলো পেয়েছি : ১. প্রতি মাসে দুই থেকে তিন কেজি ওজন কমতে পারে ২. হার্ব জাতীয় বিধায় কোন পার্শ্ব পতিক্রিয়া নেই ৩. হৃদরোগের জন্য উপকারী ৪. জ্বরে কিংবা শরীরে ব্যাথা উপসমকারী নিম্নোক্ত অসুবিধাগুলো পেয়েছি : ১. ক্ষুধা কমে যায় ২. চা-কফির বিকল্প বিধায় চা-কফি ছেড়ে দিতে হবে, অন্যথায় উত্তেজনা বাড়াতে পারে বিতর্কিত অসুবিধা : উচ্চ রক্তচাপ কিংবা হৃদরোগীদের জন্য উপযোগী নয়। এই অসুবিধাটি কেবল একটা সাইটে পেয়েছি। হতে পারে, ওনাদের পণ্য বিক্রির জন্য এই কথা বলেছে। রেফারেন্স : Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।