আমাদের কথা খুঁজে নিন

   

দেড়’শ বছরের পুরাতন চৌমুহনী জামে মসজিদ পুনঃনির্মাণের পর উদ্বোধন



দেড়’শ বছরের পুরাতন জেলার ঐতিহ্যবাহী চৌমুহনী জামে মসজিদ পুনঃনির্মাণের পর গতকাল শুক্রবার জুমার নামাজের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে উদ্বোধন উপলে গতকাল জুমার নামাজে ছিলো মুসুল্লীদের উপচে পড়া ভীড়। মসজিদের তিন তলা পুরে আশপাশে রাস্তায় মুসুল্লীরা নামাজ আদায় করে। শুক্রবার জুমার নামাজের পূর্বে মসজিদের পেশ ইমাম মাওলানা শফি উল্যাহ মুসুল্লীদের উদ্দেশ্যে বয়ান করেন। এর পর বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, শিল্পপতি ও সমাজসেবক মিনহাজ আহম্মেদ জাবেদ। মসজিদ পরিচালনা কমিটি সুত্রে জানা যায়, ১৮৫৮ সালে নির্মিত জেলার ঐতিহ্যবাহী এ মসজিদ পুননির্মাণের কাজ শুরু হয় ২০০৯ সালের শুরুতে। নোয়াখালীর জেলা পরিষদের অধীনে এক কোটি টাকা ব্যায়ে মসজিদের পুননির্মাণ করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।