আমাদের কথা খুঁজে নিন

   

গান: ঘুম নেই প্রিয় নদী

ডুবোজ্বর

ঘুম নেই প্রিয় নদী, ফুলেরা অন্ধঘুমে; কান্না আমার শোনো যদি-- এসো এই জল চুমে। পাখিরা ঘর বুনে না তো ভয়ে, মাটির বুকে মাটি যায় ক্ষয়ে; প্রিয়তম গাছের পাতারা এখন-- পোড়ামাটি জুড়ে হয়েছে কাফন, হাসে না লতারা বাতাসের গানে, বাজে না রুমঝুমে... ঘাসের অধরে শিশির মেয়েরা আর থাকে না ছুঁয়ে, সূর্যটাও রোদের দীপে শিশিরে পড়ে না নুয়ে। বানভাসি জল তোমার কাজল-- জনপদ জুড়ে করে যায় ছল। তারপরে খরা পোড়ায় যতনে আমাদের বাসভূমে... ------------------------------------------------------- রচনাকাল: ২২.০৮.০৪.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।