আমাদের কথা খুঁজে নিন

   

বানরের কামড়



গতকাল আমাদের এক ব্লগার বন্ধু এস.এম.শফিকুর রহমান রনিকে এক বানর (ওটা নাকি মেয়ে ছিল,তাই সুন্দরী বানরী বলা উপযুক্ত হবে) কামড়ে দিয়েছে। দুপুরে খাবার পর প্রতিদিনের অভ্যাসমত মহাখালী ডি.ও.এইচ.এস এর পিছনে চায়ের দোকানে গিয়েছিল চা খেতে। পাশেই দাড়িয়ে ছিল এক লোক যে কিনা বানরের খেলা দেখায়। রনি সেখানে পৌছতেই বানরিটির ওকে দেখে, তার হারিয়ে যাওয়া প্রেমিকের কথা মনে পড়ে যায় মনে হয়। সে লাজ শরমের মাথা খেয়ে রনির কোলে উঠে বসে। এরপর সে অতি আহ্লাদে আন্দলিত হয়ে রনির চায়ের মধ্যে আঙ্গুল ডুবিয়ে দেয়। যেই না গরম চায়ে তার আঙ্গুল পুরে যায়,ওমনি সে রেগেমেগে রনির হাতে বসিয়ে দেয় এক রোমান্টিক চুম্বন,যার আক্ষরিক অর্থ কামড়। আর সেই চুম্বনের প্রতিক্রিয়ায় আমাদের রনি ভাইয়ের তো জ্ব্বর এসে গেছে। সুতরাং, বন্ধুরা রনির জন্য মনে-প্রানে দোয়া করুন সে যেন,দ্রুত সুস্থ হয়ে ওঠে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।