আমাদের কথা খুঁজে নিন

   

ওরা জোর গলায় বলতে শুরু করছে!!!

জাগো বাহে কোনঠে সবাই শাহাবাগ নাস্তিকদের আন্দোলণ? এমন একটা কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে। কথাটা কি সত্য? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা একটা রাজনৈতিক প্রশ্ন। ১৯৭১ সালে জামাতী ইসলামী সারা বিশ্ব বলে বেড়াত মুক্তিযুদ্ধ মুসলমানদের নয়। হিন্দু আর ভারতীয় দালালেরা মুক্তিযুদ্ধ করছে টুপি পরে ছবি তুলে ওরা নিজেদেরকে মুসলমান বলে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিত।

বোকা মুসলিম বিশ্ব ওদের কথা বিশ্বাস করে কোন মুসলিমদেশ আমাদের সাহায্য করেনি। শাহাবাগ আন্দোলণ প্রথমদিকে আওয়ামীলীগের পক্ষে যাচ্ছিল। কিন্তু সব কিছু বরাবর একরকম যায়না। বিএনপিও এটাকে আওয়ামী লীগের নাটক বলে চালাতে চাচ্ছিল। বোকা আওয়ামী লীগের নেতারা তারা কেন নিজেরদের পায়ে নিজেরা কুড়াল মারলো আমার জানা নেই।

বড় বড় আওয়ামী নেতাদের জন্য শাহাবাগের আন্দোলন গতি হারিয়ে ফেলছে। তবে আমার মতে যে উদ্দেশ্যে এই আন্দোলন শুরু হয়েছিল তা সফল হয়েছে। রাজাকাররা আর আইনের ফাকফোকর দিয়ে বেরিয়ে যেতে পারবে না। বোকা আওয়ামী লীগ এখন জামায়ত বিএনপির জালে আটকা পড়তে যাচ্ছে। বিএনপির কয়য়েকজন নেতা অবশ্য শাহাবাগকে সাধুবাদ জানাচ্ছিল।

কিন্তু যাদের নেতা রাজাকারে আইনজীবি তাদের মনে কি কথা থাকতে পারে সেটা জানতে র্শালক হোমস হওযার দরকার নেই। শাহাবাগ আন্দোলন নাস্তিকদের হলে আওয়ামীলীগের মহা বিপদ। আর বিএনপির লাভ। কে নাসস্তিক আর কে মুসলমান একথা আল্লাহ ভালো জানেন। কাওকে নাস্তিক বলে অপবাদ দেওয়া মহাপাপ।

একথা চরমনাই পীর সাহেবরা কেন বোঝেন আমার জানা নাই সাধরন মুসলমানগণ নিশ্চয় বোঝেন? অবশ্য যারা র্ধম নিয়ে ব্যবসা করেন তাদের এত বোঝার দরকার নেই এত ভয় পেয়েও লাভ নেই। ফেসবুক এবং ব্লগে যারা বিভিন্ন ছবি এডিট করে সত্যকে মিথ্যা বানিয়ে পোষ্ট দিচ্ছে তারা নিশ্চয় মুমিন মুসলমান নয়। তারা মুনাফেকের কাতারে পড়বে। আল্লাহ তাদের বিচার করবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।