আমাদের কথা খুঁজে নিন

   

আর আর ফাউন্ডেশন চট্টগ্রাম মিট আপ প্রোগ্রাম

চট্রগ্রামে RRFoundation কে প্রতিনিধিত্ব করার জন্য চট্রগ্রাম জেলা প্রতিনিধির তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।
যাদেরকে নির্বাচিত করা হয়েছে তাদের সবাইকে জানাই অভিনন্দন আর Selection Team-এর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
সেই সাথে আমি চাচ্ছি প্রতিনিধিদের প্রতিনিধিত্বকে আরো সুদৃঢ়, আরো বেগবান করার জন্য নতুন এবং পুরাতন সবার সাথে একটা মতবিনিময় করতে।
যাতে আমরা কাজ শিখতে ও করতে এবং RRFoundation-এর লক্ষ ও উদ্দেশ্যকে বাস্তবে রুপ দেয়ার জন্য প্রেরণা পেতে পারি।
পাশাপাশি RRFoundation-এর বর্তমান কার্যক্রম, ভবিষ্যত পরিকল্পনা নিয়ে উম্মুক্ত আলোচনা করা হবে। যারা নতুন ফ্রিল্যাসিংয়ে আসতে চাচ্ছে তাদের জন্য দিকনির্দেশনা, টিউটোরিয়াল বিতরন, কিভাবে কাজ করলে আরো দ্রুত সফল হওয়া যায় ইত্যাদি বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আগামী শুক্রবার 30-08-2013 তারিখে RRFoundation-এর চট্রগ্রামের জেলা প্রতিনিধিদেরকে নিয়ে একটা মিটআপের আয়োজন করতে যাচ্ছি।
স্থান: ডিসি হিল, (নজরুল স্কয়ার, নন্দন কানন) সময়: শুক্রবার, বিকাল -3.00
বি.দ্র: যারা RRFoundation-এর টিউটোরিয়াল (সর্বশেষ টিউটোরিয়াল এবং ওএস ক্লাস সহ) নিতে আগ্রহী তারা পেন ড্রাইভ, ল্যাপটপ অথবা যার যা আছে তাই নিয়ে মোকাবেলা করার জন্য ডিসি হিলে একত্রিত হওয়ার জন্য আহবান করছি।
উল্লেখ্য মোট টিউটোরিয়ালের পরিমাণ প্রায় 15 GB-র মতো
ধন্যবাদান্তে: চট্রগ্রাম RRFoundation জেলা কমিটির পক্ষে মুনির মাহমুদ Event: http://www.facebook.com/events/636760826368353 যোগাযোগ: Rajibul Hasan 01682 33 55 77

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।