আমাদের কথা খুঁজে নিন

   

আউল ফাউল কবিতা

আমি নইতো তোমাদের সবার মত আমি আত্মভোলা পথিক যেন আমি সবই ভাবি নিজের মত স্বপ্ন দেখতে ভালবাসি স্বপ্ন আমার ভেঙে গেলে অনেকখানি কষ্টে ভাসি কষ্টটুকু বুকে নিয়ে হয়ত আবার অনেক হাসি তোমরা আমার কথা শুনে অনেক কিছুই ভাবতে পার আমার জীবনযাপন দেখে অনেক কথাই বলতে পার অনেক কিছু ভেবে ভেবে কাজ করতে পারিনাতো নিজের মত চলি আমি হয়ত ভাল, হয়ত মন্দ বিশ্বাস আমার অনেক বেশি সব্বাইকে ভালোওবাসি হয়তবা আমিই পচা আমিই খারাপ আমিই দোষী হারিয়ে যেতে ইচ্ছে করে একদিন সবার অগোচরে হয়তবা সেটাই ভাল আমার, তোমার, সবার তরে ধূওোরি ছাই কিযে ভাবি কিযে লিখি নিজেই কিছু বুঝিনাতো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।