আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাপটপ বিষয়ক সাহায্য চাই...

আমি কিংবদন্তীর কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি/ আমি বিচলিত বর্তমান, এবং অন্তিম সংগ্রামের কথা বলছি।
এসার এস্পায়ার (1.73 GHz, 533 MHz, 512 DDR2, 14.1"TFT, 80GBHDD, DVD/CD-RW Combo) ল্যপটপ ব্যবহার করছি দুই বছর থেকে যদিও এটিতে ফিজিক্যাল কোন সমস্যা নেই, তবুও মন বলছে এটা পরিবর্তনের সময় চলে এসেছে অর্থাৎ নতুন একটা কিনতে চাচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে পছন্দ স্থির করতে পারছি না তাই আশা করছি সকল ব্লগার ভাইয়া-আপু, আংকেল-আন্টি তথ্য দিয়ে সাহায্য করবেন আমার চাহিদা যে কাজে ব্যবহার করতে চাই: ফটোশপ সিএস ৪.০ , থ্রিডি স্টুডিও ম্যাক্স ৮.০/৯.০ এবং এডোবি প্রিমিয়ার এবং ওএস উইন্ডোজ ৭.০ প্রসেসর: ডুয়াল কোর এবং নূন্যতম 2.0 GHz কিংবা প্লাস... L2 cache যত বেশি হবে ভালো... রেম: নূন্যতম 2 GB DDR2/DDR3 মনিটর: নূন্যতম ১৩-১৪ ইঞ্চি এবং ১০২৪*৮০০ পিক্সেল হার্ডডিক্স: ব্যপার না.... ডিভিডি: থাকতেই হবে.... ওয়েবক্যাম, কার্ড রিডার, স্পিকার: এগুলো তো সাধারণত থাকেই... মডেম: অপশনাল... ব্যটারি ব্যাকআপ: সর্বনিম্ন তিনঘন্টা... ব্রান্ড: ব্যাপার না... এবং দেখতে স্টাইলিশ হতে হবে.... এখন আমি কোন ব্রান্ডের/মডেলের ল্যাপটপ কিনতে পারি? এ জন্য আমার কেমন বাজেট প্রয়োজন? আর আপনি কোনটা ব্যাবহার করছেন? অনুগ্রহ করে সাজেশন দিন....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.