আমাদের কথা খুঁজে নিন

   

খুব ইচ্ছে করে

আমার কাফন আমি চাদরের মত পরে কতদিন আন্দোলিত হবো

আমার খুব পালিয়ে যেতে ইচ্ছে করে, জানো? এই বাস্তবতাময় জগত ছেড়ে, অজস্র নিয়মনীতির বেড়াজাল থেকে, চারপাশের সম্পর্কের বাঁধন ছিঁড়ে, দূরে, বহু দূরে কোথাও… ছুটে যেতে ইচ্ছে করে সুনীল সমুদ্রতীরে, যার বালুতটে হেঁটে যাবো ধীর পায়ে, হৃদয়ের সমস্ত কথা খুলে বলবো অবারিত আকাশকে অশ্রু ধুয়ে দেব নীল লোনাজলে। চলে যাবো ওই দূরে, অনেক দূর কোন সাগরের তীরে… আমি ছুটে যেতে চাই পাহাড়ের কাছে, যে আমার সব কষ্টগুলো নিয়ে নেবে, যেখানে আমাকে কেউ চোখ রাঙাবে না, জীবনের ব্যর্থতাগুলো নিয়ে যেখানে তাচ্ছিল্য করবে না, যেতে চাই সেই দূর নীলাচলে… তুমি যাবে আমার সাথে? আমি সত্যি একদিন চলে যাবো দেখে নিয়ো, অনেক দূরে, নীলাম্বরী পাহাড়ের দেশে, নীল সাগরের মাঝে ওই ছোট্ট দ্বীপে। সেখানে কেউ আমাকে ভালো না বাসলে অভিমান হবে না! ঘুম ভেঙে দেখবো লাল সূর্যোদয়, রক্তিম আলপনা। তখন কি তুমি আমায় খুঁজবে অস্থির হয়ে? কিন্তু, আমি তো জানতেও পারবো না সেকথা! তুমি কি তখন আমায় ভেবে ফুঁপিয়ে কাঁদবে? জেনে রেখো সেদিন ওই নীল আকাশের মাঝেই থাকবো, রাতের আকাশের অজস্র তারা হয়ে ভেসে রব, হয়ত শুধু তোমারই প্রতীক্ষায়– সে তুমি জানো কি? (রচনাকালঃ ০৪ জানুয়ারি, ২০১০) – কবিতাটি আমার জীবনে অনাগত মানুষটির উদ্দেশ্যে উৎসর্গীকৃত


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।