আমাদের কথা খুঁজে নিন

   

যা চেয়েছি আমি তা পাইনি, যা পেয়েছি আমি তা চাইনি...

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আগের লেখাটা পড়ার জন্য। সবাই হয়তো ভাবছেন যে, আমার এই শিরোনাম এর মানে কি? প্রতিটি মানুষের কাছে অনেক চাওয়া পাওয়ার কিছু থাকে ঠিক তেমনি আমার ও আছে। আমি চেয়েছিলাম আমারা আমাদের দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবো যাতে থাকবে আধুনিকতার ছোঁয়া। যখন বাসা থেকে বের হবো তখন আমরা দেখব চারপাশে পরিস্কার সব রাস্তাঘাট, মানুষজন, যে বাহনে চরবো সেই বাহনে থাকবে আধুনিকতার সব সুযোগ সুবিধা। মাঝে মাঝে যখন আমি ইংরেজি ছবি দেখি, সেখানে দেখি আধুনিকতার সব নিদর্শন।

আমাদের প্রবাসী বাংলাদেশী দের কে জানাই অনেক ধন্যবাদ। আপনারা কত কষ্ট করে আমাদের থেকে দূরে যেয়ে টাকা উপার্জন করছেন এবং তা আমাদের দেশের উন্নয়নের কাজে নিজেদেরকে সংপৃক্ত করছেন। সবাইকে সালাম জানাচ্ছি... যাই হোক আসল কথায় আসি... আজকে আমি অনেক দিন পর বের হয়েছিলাম বাসে যাব অফিসে। যথারিতি বাসা থেকে বের হলাম। প্রথমে রিকশা নিয়ে বাস স্ট্যান্ড গেলাম।

যেয়ে দেখি বাস তখন ও স্ট্যান্ড এ আসে নাই। আমি ও যথারীতি সবার সাথে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি বাস আসলো আমি অনেক কষ্ট করে সেটিতে চড়তে পারলাম। বাসটা তেমন কোন ভালছিল না। কিন্তু চড়ে খুব মজা লাগছিল।

বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। এমন ভাবে কথা বলছে দেখে মনে হচ্ছে তারা একে অপরকে অনেক আগের থেকে চেনে। হঠাৎ এক জনের কথা আমি শুনতে পারলাম। সে আমাদের দেশের কিছু কথা বলছে। আমি আমার কানটা একটু খাড়া করে শুনার চেষ্টা করলাম যাতে কথা গুলো পরিষ্কার শুনতে পাই।

বিষয়টা ছিল আজকের যোগাযোগ বেবস্থা। সেখানে বিষয়টা ছিল অনেকটা এইরকমের। প্রতিদিন আমাদের অফিস যাওয়া আসায় যে পরিমান সময় নষ্ট হয় টা যদি হিসেব করা যায় তাতে সেই সময় দিয়ে আমারা বরতমানে যে পরিমাণ উৎপাদন করি তার চেয়ে অনেক বেশি উৎপাদন করতে পারি। এর জন্য যেটা দরকার সেটা হল যোগাযোগের মাধ্যমটা কে আধুনিকায়ন করা। যেমন বলা যেতে পারে লোকাল ট্রেন বেবস্থা চালু করা।

যেটা কিনা প্রতি ১৫মিনিট পর পর আসা যাওয়া করবে। ট্রেন বেবস্থা কে এমন ভাবে পরিচালনা করতে হবে যাতে করে ঢাকার চারপাশে থাকবে। এতে করে এক দিকে মানুষের সময় নষ্ট হবে না আবার অন্য দিকে আর্থিক ভাবেও তারা লাভবান হবে। মানুষ যখন সময় মত তার অফিস করতে পারবে ঠিক তেমনি বাসায় এসে তার পরিবারকেও সময় দিতে পারবে। এতে করে মানুষটি যে শান্তি পাবে তা পরবর্তী কাজের উৎসাহ আগের থেকে অনেক বেশী পরিমানে বেড়ে যাবে।

এইভাবে তার উৎপাদন ক্ষমতাও অনেক বেশী হবে। যাই হোক আজকে থেকে আমি মনে মনে নিজেকে মানিয়ে নিলাম যে মাঝে মাঝে বাসে বা গনপরিবহনে যাতায়াত করবো। হয়তো এইভাবে যাতায়াতের মাধ্যমে অনেক কিছু জানতে পারবো। আর দেশ গড়ার ইচ্ছা টা আমার মাঝে আগের থেকে আরও বলিষ্ঠ হবে। আমি ধন্যবাদ দিতে চাই যারা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন।

আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে। আজকে এই পরজন্তই... সবাইকে শুভরাত্রি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।