আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ: বন্য মোষ - নীলগিরির জঙ্গলে

আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।

এর আগে বন্য মোষের ছবি অনেক দেখেছি ৷ তবে নিজের হাতে বন্য জন্তুর ছবি তোলার আনন্দই আলাদা ৷ অনেকটা নিজের বাগানের নিজের হাতে পোঁতা গাছের ফল খাওয়া আর বাজার থেকে প্রয়োজনের জন্য কেনা কার্বাইড দিয়ে পাকানো ফলের তফাতের মতো ৷ ছবিগুলো অবশ্য জুম করে তোলা ৷ কাছে যাবার ইচ্ছা ১৬ আনা থাকলেও সাহসে কুলোয়নি ৷ যদিও আমার ভ্রমনসঙ্গী প্রোফেসর মল্লিক খুবই সাহসী মানুষ ৷ বাঘ আছে এমন জঙ্গলে ১১ কি.মি একা ট্রেক করেছেন নির্ভীক ভাবে ৷ তবে সাহস জিনিসটাতো ঠিক ধার নেওয়া যায় না ৷ ছবিতে নিরীহ দেখালেও একবার ক্ষেপে গেলে বুনো মোষরা সাংঘাতিক হয়ে যায় ৷ তাই জঙ্গল ঘেঁষা চা বাগান থেকে বুনো মোষের ছবিগুলো দুর থেকে তুলেই ব্লগের বন্ধুদের সাথে শেয়ার করলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।