আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে যত মধুর শব্দমালা

আমার আছে জল

ব্লগে আমার আগমন খুব বেশী দিনের না কিন্তু এই স্বল্প সময়ে ব্লগের মজার কিছু শব্দের সাথে পরিচিত হয়েছি যা বিশ্বে আর কোথও ব্যাবহার করা হয় কিনা জানিনা। সর্বপ্রথম যে কমেন্টটি নিয়ে খুব হেসেছিলাম তা হল ”সীমানা পেরিয়ে” । কোন এক নতুন ব্লগার ওয়াচ থেকে জেনারেল না হতে পেরে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটা পোষ্ট দিয়েছিল। আর তার প্রতুত্তরে ”সীমানা পেরিয়ে” লিখেছিল ”পুষ্ট মুষ্ট কিছু দেন আমরা বাজাইয়া মাজাইয়া দেহি, আগেই জেনারেল হইতে চান কেন? আপনেরে কইস্সা মাইনাস” সেই সাথে ছিল সুন্দর এক জোড়া জুতার ছবি। হা হা হা ... এছাড়া, কারো চরিত্র সংক্রান্ত দোষ থাকলে তাকে ”লুল, ছাগু” ইত্যাদি নামে এবং অশালীন পোষ্টকে ”আলু পোষ্ট” ”চটি” নামে অভিহিত করা হয়।

কারো পোষ্ট পছন্দ হলে : ”ব্যপকসস, সেইরকম, মজাক পাইলাম, ধইন্যাপাতা” এদের তো কোন জুড়ী নেই। কেউ কমেন্ট করলে ”কমেন্টাইছি” বা ব্লগ লিখলে ”ব্লগাইছি” ইত্যাদি খুব মজা লাগে। কেউ সাহায্য পোষ্ট করলে অনেকেই লেখেন ”খুইজ্জা লন”। সবচেয়ে মজার ব্যপার হল হাসির কিছু পিকুলিয়ার শব্দ যেমনঃ ” খেকজ, খেক খেক খেক, খেকসসস ইত্যাদি। কাউকে বহিষ্কার মূলক বানী দিতে হলে ”অফ যাও” তফাৎ যাও” ইত্যাদি।

খবশেষে আসল কথায় আসি, আপনারা মজার শব্দগুলো শেয়ার করেন। আসলে এটা একটা সাহায্য পোষ্ট , আপনারা আবার বইলেননা ”খুইজ্জা লন” খেক খেক খেক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.