আমাদের কথা খুঁজে নিন

   

তুষার চাঁদরে যেন ঢেকে যাচ্ছি ,,



এক যুগেরও বেশী হবে এমন করে তুষার সরাতে হয়নি,মনে পড়ে ১৯৯৬-এ এমন করে বাসার সন্মুখ ভাগ পরিস্কার করার কস্টের কথা।গত রাত থেকে শুরু করে এখন প্রায় দুপুড়, পরছে তো পরছেই। গাড়ি চলাচল অনেকটা বন্ধের পথে , বাস ট্রেন বিমান যেন স্থবির হয়ে পরছে। আজ বহিরে অনেক কাজ, মনে হয় বাহিরে যাওয়াটাই মুশকিল হয়ে যাবে। তবুও চারিধার ধঁব ধঁবে সাদা দেখে ভালই লাগছে। কিন্তু এই তুষার যখন বরফে রূপ নেবে কস্টটা তখন অনেক বেরে যাবে। একদিকে তাপমাত্রা মাইনাস -১৫/২০ তার উপর চলাচলে কস্ট । বরফ বা তুষারে হাটার সময় পকেটে হাত ঢুকিয়ে না হাটার জন্য অনুরোধ রইলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।