আমাদের কথা খুঁজে নিন

   

খনন, মনন পর্যন্ত

মৃত্যু বলে কিছু নেই..তুমি যাকে মরণ বল..সে শুধু মারবে তোমাকেই..

খনন চালাই মনন পর্যন্ত কীসের খোঁজে?? মগজের আনাচে কানাচে যত শুয়োপোকা সব গর্তে লুকিয়েছে ফের লাভার মত ফুটন্ত, অস্থির, টগবগে হৃদপিন্ড শান্ত, শীতল নদী হয়ে গিয়ে সেঁচে যাচ্ছে জীবন শিরায়-উপশিরায়; আপাদমস্তক। দাঁড়া করাই কাতারে আবার আকস্মিক আক্রমণে ছত্রভঙ্গ সৈন্যদলকে যেন ঝলসে ওঠে বিদ্যুৎ, চিকচিক করে ক্রমশ ধারালো হয়ে ওঠা হাতিয়ার। আমার সৈনিক সব শ্রমিক হয়ে যায় যুদ্ধের বদলে হয়ে পড়ে খননে উৎসুক। খননকাজ চালাতে চালাতে দেখি অজস্র সাপ বেরিয়ে আসে গর্ত ছেড়ে ফনা তুলবার আগেই ভেঙ্গে ফেলি বিষদাঁত। খুঁড়তে খুঁড়তে আদিম ফসিল যদি আসে বের হয়ে- সরিয়ে রাখি একপাশে তাও অতীত প্যানডোরার বাক্সটি খোলার আগেই। অভূতপূর্ব একাগ্রতা নিয়ে ঐশ্বর্যের খোঁজে- মনন পর্যন্ত চালাই খনন অবশেষে কী যেন এক খুঁজে পেয়ে অমিত আস্থা ও দুরন্ত সাহসে গোধূলীতে জারি করি সূর্যোদয়ের ফরমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।