আমাদের কথা খুঁজে নিন

   

একটি জঘন্য কালচার : শিশুদের সেক্সি পোশাক

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

আমার ছোট অফিসটি ঠিকানা বদল করেছে। এবার যেখানে এসেছি, সেখানে অফিসের পাশে একটি বড়সড় চাইনিজ রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে প্রায়ই বিয়ে শাদী, মোসলমানি, জন্মদিন ইত্যাদি ইত্যাদির পার্টি লেগেই থাকে। সেই পার্টিগুলোতে ইদানিং ছোট ছোট শিশুদের এমন পোশাক দেখি যেগুলো শালীন নয়। ভারতীয় স্যাটেলাইট টিভিতে নাচের সময় যে সব আজগুবি পোশাক পরানো হয়, সেই পোশাকের অন্ধ অনুকরণ করে বানানো হয়েছে পোশাকগুলো। যে বাচ্চা বোঝেই নি পোশাক পরে নিজেকে সেক্সি করতে হয় বা সেক্সি ইমেজ কী, তাকে পরানো হচ্ছে বড়দের অশালীন পোশাক। যারা এই শিশুদের অভিভাবক তারা কিভাবে এ সব পোশাক নির্বাচন করেন তার শিশুর জন্য ? তাদের কি বিবেকে বাধে না ? বিজাতীয় টেলিভিশনে যাই দেখব, সেটাই কি অন্ধ অনুকরণ করতে হবে ? আমাদের নিজেদের বিবেক বুদ্ধি ও সামাজিকতা সম্পর্কে ধারণা নাই নাকি ? যে শিশু এখনই অশালীন পোশাক পরতে শিখছে, সেই শিশুটি কি ভবিষ্যতে কোন শালীন পোশাক পরতে শিখবে ? নাকি সে চিরকালই অশালীন পোশাক পরেই জীবন কাটাবে ? শিশু মনের জন্য ক্ষতিকর এই পোশাকগুলো বর্জন করা কি আমাদের দায়িত্ব নয় ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.