আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারের অভ্রভেদী শ্লোগান

গাধা একশো বছর বাঁচলেও সিংহ হয় না শাহবাগে অজস্র হাত দেখি। সেগুলো কেবলই হাত নয়। একেকটা মারণাস্র। অসাধারণ তীক্ষ্ণ সেসব হাত আকাশে উড়ে বেড়ায়। পবিত্র হাতগুলো ক্রম ঘনায়মান অন্ধকারে নিমজ্জিত আকাশকে আলোকিত করে তোলে।

শহর-বন্দর থেকে বর্ধিঞ্চু সেসব হাত শ্লোগান হয়ে পৌছে গেছে আমার শহরতলীতে। অন্ধকার পঙ্কিলময় গ্রামীণ জনপদে সে শ্লোগান ছড়িয়ে পড়েছে। ভাঙাচোরা রাস্তা ধরে শ্লোগান ছড়িয়ে যাচ্চে দূর থেকে দূরে। নিশুতি রাতে শুষুপ্তির ঘোরে শুনি সেই শ্লোগান। ’রাজাকারের ফাঁসি চাই।

তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। ’ তীব্র কষাঘাতের মধ্যে সে আওয়াজ কানের ভিতর দিয়ে আমার মরমে পৌছে যায়। তবে কি জেগে ওঠলো সেই প্রজন্ম? যারা সুপ্ত অগ্নিগিরির মতো ঘুমিয়ে ছিল ৪২ বছর। তবে কি পাব নতুন বাংলাদেশ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.