আমাদের কথা খুঁজে নিন

   

বাঁচতে হলে জানতে হবে-২



খ্রিষ্টপূর্ব ৫৫-খ্রিষ্টপূর্ব জুলিয়াস সিজার বৃটেন আক্রমন করেন। ৫৯-খ্রিষ্টপূর্ব জুলিয়াস সিজারের রোমে প্রথম সংবাদ পত্র প্রকাশিত হয়। (তা ছিল হাতে লেখা সংবাদ পত্র) ৬৪-খ্রিষ্টপূর্ব রোম নগরী আগুণে পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। ১৫০-খ্রিষ্টপূর্ব ভারত বর্ষে কাল গণণা শুরু হয়। ১৮৭-খ্রিষ্টপূর্ব মৌর্য বংশের পতন হয়।

২০০-খ্রিষ্টপূর্ব গৌতম বুদ্ধের অনুসারীরা ত্রিশটির মতো গুহা, নরম আগ্নেয়শিখা খনন করে বানিয়েছিলেন। ২১৪-খ্রিষ্টপূর্ব চীনে গ্রেটওয়াল বা চীনের প্রাচীর নির্মান করা হয়। ২৩২খ্রিষ্টপূর্ব সম্রাট অশোকের মৃত্যু হয়। ২৮৭-খ্রিষ্টপূর্ব আর্কিমিডিস এর জন্ম। ৩০০-খ্রিষ্টপূর্ব ইউক্লিড জ্যামিতি আবিষ্কার করেন।

(গ্রীস) মিশর থেকে কুস্তি খেলা এসেছে। ৩২৩খ্রিষ্টপূর্ব ব্যাবিলনে আলেকজেন্ডার এর জন্ম হয়। ৩২৫-খ্রিষ্টপূর্ব ঢাকার 'মসলিন' বিশ্বজোড়া খ্যাতি অর্জন করে। ৩২৭-খ্রিষ্টপূর্ব আলেকজেন্ডার ভারতবর্ষে আগমন করেন। ৩২৮-খ্রিষ্টপূর্ব অ্যারিষ্টটলের ছাত্র আলেকজেন্ডার শিক্ষকের কাছে জীবিত টিয়া পাখি এনেছিলেন।

৩৪১-খ্রিষ্টপূর্ব প্রচীন গ্রীক বস্তুবাদী দার্শনিক ও নীতিশান্তিবিদ এপিকিউয়াস জন্মগ্রহণ করেন। ৩৫০-খ্রিষ্টপূর্ব চীনা পন্ডিত শি শেন ৮০০টি নক্ষত্রের বর্ণনা সম্বলিত একটি নক্ষত্র পঞ্জিকা তৈরী করেছিলেন। ৩৮৪-খ্রিষ্টপূর্ব অ্যারিস্টটল এর জন্ম। ৩৯৯-খ্রিষ্টপূর্ব সক্রেটিসকে মৃম্ত্যুদন্ড দেয়া হয়। ৪২৫-খ্রিষ্টপূর্ব গ্রীক ঐতিহাসিক হেরোডোটাইসের লেখায় ভারতীয় মিহি বস্ত্রের কথা লেখা ছিল।

৪২৭-খ্রিষ্টপূর্ব প্লেটোর জন্ম। ভাববাদী দার্শনিক গ্রীস দেশের এথেন্স নগরীতে জন্ম। ৪৫০-খ্রিষ্টপূর্ব হেরোদোতাস বলেছেন ইরানে মূর্তি পজা নেই। ৪৭০-খ্রিষ্টপূর্ব সক্রেটিস গ্রীসে জন্মগ্রহন করেন। ৪৮৮-খ্রিষ্টপূর্ব গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন।

৫৩০-খ্রিষ্টপূর্ব গ্রীক দার্শনিক ও গাণিতিকবিদ দক্ষিন ইতালির গ্রীক নগর রাজ্যে ক্রোটন এ- একটি স্কুল প্রতিষ্ঠা করেন। ৫৪০-খ্রিষ্টপূর্ব মিশর অথবা পারস্যে টেনিস খেলার জন্ম হয়। ৫৫১-খ্রিষ্টপূর্ব কনফুসিয়াস এর জন্ম। ৫৮৮-খ্রিষ্টপূর্ব গৌতম বুদ্ধ বোধিবা মহাজ্ঞান লাভ করে, যার ফলে গৌতম জগতে বুদ্ধ হিসেবে পরিচিতি লাভ করেন। ৬০০-খ্রিষ্টপূর্ব আয়ুর্বেদীয় যুগের প্যারম্ব।

৬২৩-খ্রিষ্টপূর্ব সিদ্ধ্যার্থ গৌতম বুদ্ধ নেপালে জন্মগ্রহন করেন। ৬৩৯-খ্রিষ্টপূর্ব প্রাচীন গ্রীসের শাসনকর্তা, কবি সোলোন জন্মগ্রহন করেন। ১১৯৪-খ্রিষ্টপূর্ব ট্রয় নগরীতে যুদ্ধ শুরু হয়। ১২০০-খ্রিষ্টপূর্ব মিশরীয় সভ্যতার পতন ঘটে। কাশী হিন্দুদের একটি প্রাচীন তীর্থ স্থান।

এর অপর নাম বারানসী। বাল্মিকী, সংস্কৃত ভাষায় রামায়ন রচনা করেন। ১২২৫-খ্রিষ্টপূর্ব হেলেন এর জন্ম। ১৮০০-খ্রিষ্টপূর্ব প্রাচীন জেরুজালেমের ইতিহাস শুরু হয়। ২০০০-খ্রিষ্টপূর্ব মানুষ কয়লার ব্যবহার জানত।

ব্যাবিলনের জ্যোতিবিদ্যান মহাকাশে গ্রহ নক্ষত্রের চাট তৈরী করে তা ব্যবহার করেছেন। মোষের দুধ থেকে মাখন তৈরির কৌশল জানা ছিল। ২০৫০-খ্রিষ্টপূর্ব পারস্যে হকি খেলার শুরু হয়। ২৫০০-খ্রিষ্টপূর্ব হিন্দুদের পবিত্র ধর্ম গ্রন্থ 'বেদ' রচনা শুরু হয়েছিল। ২৭৫০-খ্রিষ্টপূর্ব সিন্ধু সভ্যতার পতন ঘটৈ।

৩০০০-খ্রিষ্টপূর্ব মিশরের কাঠের তক্তা মুড়ে জাহাজ তৈরীর উপায় উদ্ভাবন করে। সুমেবিয়ান সভ্যতা গড়ে ওঠে। মহাভারত রচিত হয়। (প্রাচীন পন্থী পন্ডিতদের মতে) ৩২০০-খ্রিষ্টপূর্ব মিশরীয় নাবিকের দ্বারপাল আবিষ্কার করে। ৩৩১৫-খ্রিষ্টপূর্ব রাখাইন জাতির উদ্ভব বলে মনে করা হয়।

৩৫০০-সক্রেটিস সবচেয়ে প্রাচীন পান্ডুলিপি প্যাপিরাসে লেখা হত। ৪০০০-খ্রিষ্টপূর্ব মিশরীয় সভ্যতার অগ্রযাত্রা শুরু হয়। ৫০০০-খ্রিষ্টপূর্ব কোনো এক সময়ে প্রাচীন সুমেরীয়রা ব্যাবিলনে তাদের বসতি স্থাপন করে। ৮০০০-খ্রিষ্টপূর্ব জাপানে মাটির পাত্র তৈরী হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।